স্পোর্টস ডেস্ক : ভারত মহাসাগরের তীরের স্টেডিয়াম গলে চলছে অস্ট্রেলিয়া-শ্রীলংকা সিরিজ। সিরিজ উপলক্ষ্যে তৈরি করা হয়েছে অস্থায়ী ‘গ্র্যান্ডস্ট্যান্ড’ গ্যালারি। টিন আর ত্রিপলের শেড দিয়ে তৈরি এ গ্যালারিতে বসার ব্যবস্থা করা হয়েছিল সৌজন্য টিকিটধারীদের।
আর প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরুর আগেই ঝড়ে ভেঙে চুরমার সেই গ্যালারি! তুমুল বৃষ্টি সঙ্গে মৌসুমি ঝড়ে ধ্বংসস্তূপে পরিণত গ্যালারিটি। তুমুল বৃষ্টি শুরু হওয়ায় পর এক দমকা হাওয়া এসে পিচ-কভার তুলে নেয়। মাঠকর্মীরা আবার খুব কষ্টে ঝড়ের প্রতিকূলতাকে জয় করে পিচ-কভার নিয়ে সঠিক জায়গায় রাখতে সক্ষম হন।
কিন্তু এর মধ্যেই হুড়মুড় করে ভেঙে পড়ে সেই অস্থায়ী গ্যালারি। মাটিতে ছড়িয়ে
ছিটিয়ে পড়ে সেখানকার চেয়ারগুলো। ওই সময় গ্র্যান্ডস্ট্যান্ডের ভেতরে কেউ ছিল না। তাই কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার ভিডিও এরই মধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
গলে এই ম্যাচের জন্য কমেন্ট্রি বক্সও স্টেডিয়ামের ছাদে অস্থায়ীভাবে স্থাপন করা হয়েছে। ঝড়ে সেটির অবস্থাও বেশ নড়বড়ে। যে কোনো সময় ভেঙে পড়তে পারে। মাঠে থাকা সাংবাদিক ভারত সুদর্শন টুইটারে সেই কমেন্ট্রি বক্সের একটি ভিডিও দিয়েছেন।
Herculean efforts here from Galle groundstaff to get this cover down #SLvAUS pic.twitter.com/4wIjFiMVdg
— Louis Cameron (@LouisDBCameron) June 30, 2022
প্রসঙ্গত, ভারি বর্ষণ আর ঝড়ের কারণে গলে দ্বিতীয় দিনের খেলা এখনো শুরু হয়নি। প্রথম দিন টসে জিতে ব্যাটিংয়ে নেমে ২১২ রানে অলআউট হয়ে যায় শ্রীলংকা। ৩ উইকেটে ৯৮ রান নিয়ে দিনের খেলা শেষ করেছিল অস্ট্রেলিয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।