ঝড়ে উড়ে গেল ওমর সানীর ‘চাপওয়ালা’

omar

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা রেস্তোরাঁর ব্যবসাও রয়েছে। শনিবার রাতের ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তার রেস্তারাঁটি। ওমর সানি নিজেই এই তথ্য জানিয়েছেন।

omar

‘চাপওয়ালা’ নামে বেশ কয়েকটি রেস্তোরাঁর শাখা করেছেন ওমর সানি। গতকাল রাতে সাভারের উলাইলে চাপওয়ালা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার ঝড়ে লন্ডভন্ড হয়ে যায়।

এ বিষয়ে ওমর সানি বলেন, সাভারের উলাইলে মধুমতি টাইলস ফ্যাক্টরির উল্টাপাশেই আমার চাপওয়ালা রেস্টুরেন্টটি অবস্থিত। বলা যায় সেখানে অল্পকিছুদিনের মধ্যে চাপওয়ালা মানসম্পন্ন খাবার দাবার পরিবেশন করে এলাকায় বেশ সাড়া ফেলেছে। দিনদিন চাপওয়ালা’র প্রতি সবার আগ্রহ বাড়ছে। কিন্তু ২৩ মার্চ গভীর রাতে সবাই যখন বাসায় চলে এসেছি তখন প্রচণ্ড ঝড়ে চাপওয়ালার বাইরের বিরাটাকার সাইনবোর্ডসহ আনুষঙ্গিক অন্যান্য জিনিস এবং কাঁচ ভেঙ্গে যায়। তাতে চাপওয়ালার বাহ্যিক সৌন্দর্য্য ক্ষতিগ্রস্থ হয়।

ওমর সানি বলেন, এই ঝড়ে ব্যবসায়িকভাবে আমার বেশ ক্ষতি হলো। আসলে প্রকৃতির উপর তো কারো হাত নেই। এটা মেনে নিয়েই আমাদেরকে বাঁচতে হবে, এগিয়ে যেতে হবে। তারপরও মানুষের মন তো, মনটা খুব খারাপ হয়ে গেছে। দিন রাত অনেক শ্রম দিয়ে কষ্ট করে চাপওয়ালা দাঁড় করানোর চেষ্টা করছি। এই প্রাকৃতিক দুর্যোগে আমার অনেক টাকার ক্ষতি হল।

ওমর সানি ফেসবুক পোস্টে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন। সেখানে চাপওয়ালার ক্ষয়ক্ষতির চিত্র উঠে এসেছে।

এদিকে গত বছরের অক্টোবরে মহরত হয় নতুন সিনেমা ‘ডেডবডি’র। সিনেমাটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন একসময়ের জনপ্রিয় তারকা ওমর সানি। সিনেমাটি মুক্তি দিতে চলছে প্রচারণা। কদিন আগে বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘ডেডবডি’। সেন্সর বোর্ডের সদস্যরা সিনেমাটির গল্প ও নির্মাণের প্রশংসা করেন বলে জানান পরিচালক মোহাম্মদ ইকবাল।

ফাঁকা ঘরে উদ্দাম রোমান্সে মাতলেন পবন সিং ও মনি

সিনেমাটিতে ওমর সানি ছাড়াও অভিনয় করেছেন শ্যামল মওলা, জিয়াউল হক রোশান, রাশেদ মামুন অপু, কলকাতার অভিনেত্রী অন্বেষা রায় এনি, মিষ্টি জাহান প্রমুখ।