জুমবাংলা ডেস্ক : শ্রমিক ও আর্থিক সংকটের কারণে পাকা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন কৃষক মোখলেছুর রহমান। এই দিকে কালবৈশাখী ঝড়ের আশঙ্কায় কৃষকের দুশ্চিন্তা যেন বাড়িয়ে দিয়েছিলো বহুগুণ।
বৃহস্পতিবার সেই অসহায় কৃষক মোখলেছুর রহমানের পাশে দাঁড়িয়েছে দেবিদ্বার উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা। কালবৈশাখী ঝড়ের মধ্যে দিনব্যাপী কৃষক মোখলেছুর রহমানের পাকা ধান কেঁটে মাড়াই করে পৌঁছে দিয়েছেন তারা।
উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের ওয়াহেদপুর গ্রামের কৃষক মোখলেছুর রহমান বলেন, ‘অভাবের কারণে জমির পাকা ধান কাঁটতে পারছিলাম না৷ কালবৈশাখী ঝড়ের দুশ্চিন্তায় ঘুম কি আসে বলেন? এই ঝড়ের দিনে ছাত্রলীগের ভাইয়েরা ধান কেঁটে আমার ঘরে এনে দিছে। আমার মাথার বোঝা দূর করে দিছে’।
বন্ধ ঘরে উদ্দাম রোমান্সে মাতলেন নীরাহুয়া, ভাইরাল ভিডিও
দেবিদ্বার পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ও দেবিদ্বারের মাননীয় সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল ইসলামের সার্বিক সহযোগিতায় অসহায় কৃষকদের ধান কেঁটে দিচ্ছি আমরা। কালবৈশাখী ঝড়ের মধ্যেও ছাত্রলীগের কর্মীরা কাস্তে হাতে ধান কাঁটছে। দেশের সকল ক্লান্তিলগ্নে দেশের সেবায় আমরা প্রস্তুত’। কৃষকের ধান কেঁটেছেন পৌর ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নিশান মীর, সাবেক সাংগঠনিক সম্পাদক জামিউর রহমানসহ ছাত্রলীগ নেতা রবিউল হাসান, নাসির হোসাইন, আলাউদ্দিন খান, সোহাগ মীর, সাইমুন সরকার, সাদমান হোসাইন, তুহিন আহমেদ, শাহ জালাল প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।