ঝড়-বৃষ্টিতে বাংলাবাজার-শিমুলিয়ায় নৌযান চলাচল বন্ধ

নৌযান চলাচল বন্ধ

জুমবাংলা ডেস্ক : বৃষ্টি ও ঝড়ো বাতাসের কারণে দুর্ঘটনা এড়াতে সকাল থেকে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করা হয়েছে।

নৌযান চলাচল বন্ধ

মঙ্গলবার সকাল ৯টা থেকে নৌযান চলাচল বন্ধ করা হয়ে বলে জানান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএর বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন।

ঈদের দিন সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আসে। কালবৈশাখীর আভাস দেখা দেয় প্রকৃতিতে। রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় হালকা থেকে ভারী বৃষ্টিও হয়েছে। সকাল ৯টার দিকে বাতাস শুরু হলে দুর্ঘটনা এড়াতে নৌরুটের সকল লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। চলাচলরত নৌযানকে নিরাপদে থাকতে নির্দেশ দেয়।

ঈদ ময়দানে সাক্ষ্য দিচ্ছি, অন্যায় কাজ করেন না শেখ হাসিনা : পরিকল্পনামন্ত্রী

আক্তার হোসেন বলেন, প্রতিকূল আবহাওয়ায় দুর্ঘটনা এড়াতে সকাল ৯টা থেকে সকল লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া অনুকূলে নৌযান চলার অনুমতি দেওয়া হবে।