ঝড় তুললো ‘ভাল্লাগে’

ভাল্লাগে

বিনোদন ডেস্ক : ঈদুল আজহায় ইউটিউবে মুক্তিপ্রাপ্ত ‘ভাল্লাগে’ শিরোনামে গানটি শ্রোতাপ্রিয় হয়েছে। ইতোমধ্যে ইউটিউব ট্রেন্ডিংয়ে ২০ নম্বরে উঠে এসেছে গানটি।

ভাল্লাগে

মোহাম্মদ আকরাম হোসাইনের লেখা ও সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন সুমি শবনম। সংগীত পরিচালনা করেছেন সজিব। গানটির মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন নয়ন বাবু ও মম। কোরিওগ্রাফি ও পরিচালনা করেছেন হাবিবুর রহমান। ক্যামেরায় ছিলেন সানি খান, সম্পাদনা ও কালার বিন্যাসে এস এম তুষার ছিলেন।

‘ভাল্লাগে’ শিরোনামের গানটি মুক্তি পায় সৃষ্টি মাল্টিমিডিয়ার ইউটিউবে চ্যানেলে। মুক্তির পর গানটি ইউটিউবে ৬ লাখ ভিউ অতিক্রম করেছে। এ ছাড়াও টিকটকে ৬ লাখেরও অধিক মানুষ গানটি ব্যবহার করে ভিডিও বানিয়েছে।

YouTube video player

এ প্রসঙ্গে সুমি শবনম বলেন, ‘ললিতা গানটি হিট হওয়ার পর গত ১০ বছরে তেমন কোনো মৌলিক গান করিনি। আমার স্বামীর লেখা ও সুরে এ গানটি মূলত তার উৎসাহেই করেছি। দর্শক পছন্দ করায় আবার গানে নিয়মিত হওয়ার ইচ্ছা কাজ করছে।’

রুশ ধনকুবেরের সুপারইয়াটে অমূল্য ‘ফ্যাবার্জের ডিম’ ঘিরে তোলপাড়

পরিচালক হাবিুবর রহমান বলেন, ‘জীবনে অনেক গানের কোরিওগ্রাফি ও পরিচালনা করলেও এ গানটি করার সময়ই একটি আলাদা ভালো লাগা কাজ করছিল। তখনই ভেবেছিলাম গানটি দর্শক গ্রহণ করবে। টিকটক ও ইউটিউবে গানটি যেভাবে ছড়িয়ে পড়েছে, এতে করে আমি নিজেও একটি টিকটক করে ফেলেছি। গানটি কোটি দর্শক মনছুয়ে গেলেই আমি স্বার্থক।’