ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, “জিয়াউর রহমানের আদর্শ বিক্রি করে বিএনপি পাঁচবার দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। দেশের মানুষ আর চোর-ডাকাত, গুন্ডা-চাঁদাবাজদের ভোট দিয়ে ক্ষমতায় আনবে না।”
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় যশোরের ঝিকরগাছা বিএম হাইস্কুল মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ‘গণ-অভ্যুত্থানে গণহত্যার বিচার ও পিআর পদ্ধতিতে নিরপেক্ষ নির্বাচন’- এই দাবিতে সভার আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঝিকরগাছা উপজেলা শাখা।
ফয়জুল করীম বলেন, “খালেদা জিয়া ক্ষমতায় গিয়ে জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের কথা বললেও, বাস্তবে করেছেন তার উল্টোটা। তিনবার ক্ষমতায় থেকে তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছেন। পরে আরও দুবার। তাহলে প্রশ্ন ওঠে, আদর্শ বাস্তবায়ন নাকি আদর্শ বিক্রি?”
তিনি আরও বলেন, “ধানের শীষ, নৌকা, লাঙ্গল—এসব মার্কা গরিবের হলেও, এগুলোর প্রতিনিধিরা কেউ গরিব নয়। যারা শীষের প্রার্থী, তারা ধান কাটতে জানে না। যারা নৌকার প্রার্থী, তারা নৌকা চালাতে জানে না।
যারা লাঙ্গলের প্রার্থী, তারা কখনো লাঙ্গল চালায়নি। অথচ হাতপাখা প্রতীক যার, সে নিজের হাতেই ঘোরায়; সমর্থকরাও ঘোরাতে পারে। এটা এমন এক মার্কা, যেটা হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান—সব ধর্মের মানুষের শান্তি ও স্বস্তির প্রতীক। কারেন্ট ফেল করলেও হাতপাখা ফেল করে না।”
সভায় সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি আবদুল কাদের।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন—দলটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শোয়াইব হোসেন, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মোস্তফা কামাল, যশোর-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী আজিজুর রহমান, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক রেজাউল করীম, ইসলামী আন্দোলনের যশোর জেলা সভাপতি মিয়া আবদুল হালিম এবং জেলা সেক্রেটারি মোহাম্মদ আলী সরদার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।