আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি এক ছাত্র শিক্ষিকাকে এমন জবাব দিয়েছেন, যা ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে। শিক্ষিকা ছাত্রকে বলেছিলেন যে, সে কখনও কিছু করতে পারবে না। এই বিষয়ে, তিনি দুই বছর পর সেই শিক্ষিকার কাছে একটি চমকে দেওয়া বার্তা পাঠালেন। ওই ছাত্র লিখেছেন, ‘আমি ২০১৯-২০ ব্যাচে আপনার ১০ শ্রেণীর ছাত্র ছিলাম। আপনি সবসময় আমাকে ছোট করলেও, আজ আমি ভালো নম্বর নিয়ে ১২ ক্লাস পাস করেছি এবং যে বিশ্ববিদ্যালয়ে যেতে চেয়েছিলাম সেখানেই ভর্তি হয়েছি।
শিক্ষিকাকে পাঠানো ছাত্রর একটি হোয়াটসঅ্যাপ মেসেজ ইন্টারনেটে ভাইরাল হচ্ছে। সেটি টুইটারে ইতিমধ্যেই ৬০ হাজার লাইক পেয়েছে। এছাড়াও এটি সোশ্যাল মিডিয়ার অন্যান্য প্ল্যাটফর্মেও শেয়ার করা হয়েছে। আসলে এক শিক্ষিকা এক ছাত্রকে সবসময় ছোট করতেন। কারণ সে অন্যের থেকে কিছুটা দুর্বল ছিল পড়াশোনায়। শিক্ষিকা কথায় কথায় ওই ছাত্রকে বলতেন সে জীবনে কিছু করতে পারবে না। সেই কথাটি মনে রেখেছে ওই ছাত্র। এরপর ১২ ক্লাস পাস করার পর ওই ছাত্র সেই শিক্ষিকাকে এমন রিপ্লাই দিয়েছেন, যা ভাইরাল হয়েছে ব্যাপক ভাবে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট শেয়ার করা হয়েছে টুইটারে। @hasmathaysha3 নামের একটি প্রোফাইল থেকে টুইটারে শেয়ার করা হয়েছে ভাইরাল হওয়া সেই ছবি। সেই বার্তায় ছাত্র শিক্ষিকাকে লিখেছেন, ‘হ্যালো ম্যাম, আমি আপনার ২০১৯-২০ ব্যাচের ছাত্র ছিলাম। আমি এই বার্তা পাঠাচ্ছি কারণ আপনি আমাকে বলেছিলেন যে আমি কিছুই করতে পারব না, আপনি বলেছিলেন যে আমি স্কুল পাস করতে পারব না।
আনি সবসময় আমাকে ছোট করেছেন। কিন্তু, আমি আপনাকে বলতে চাই যে আজ আমি ভাল নম্বর নিয়ে ১২ ক্লাস পাস করেছি, এবং সেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি যেখানে আমি সবসময় ভর্তি হতে চেয়েছিলাম। এছাড়াও, আমি যে কোর্সটি করতে চেয়েছিলাম তা করছি। এটি একটি ধন্যবাদ বার্তা নয়, আমি আপনাকে জানাতে চেয়েছি যে, আমি যা চেয়েছি তাই করতে পেরেছি৷ সুতরাং, অনুগ্রহ করে পরের বার থেকে অন্যদের প্রতি সদয় হন। বিশেষ করে ছাত্রদের সাহায্য করুন।
Two years ago, me and my friend decided to text our teacher the day our results come out 😀 pic.twitter.com/iDUd6XyhZG
— famouspringroll (@hasmathaysha3) July 22, 2022
হোয়াটসঅ্যাপ চ্যাটের সেই স্ক্রিনশটটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে – দুই বছর আগে আমি এবং আমার বন্ধুরা সিদ্ধান্ত নিয়েছিলাম যেদিন আমাদের ফলাফল আসবে, আমরা আমাদের শিক্ষিকাকে একটি বার্তা পাঠাব। ইতিমধ্যেই সেই টুইটটিতে 58 হাজারের বেশি লাইক এবং 5.5 হাজার রিটুইট করা হয়েছে। অনেকেই বিভিন্ন ধরনের কমেন্ট করেছেন। এক নজরে দেখে নিন সেই স্ক্রিনশট
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।