বিনোদন ডেস্ক : শরিফুল রাজের সঙ্গে বিয়েবিচ্ছেদ, এরপর নিজের সবচেয়ে কাছের মানুষ নানার মৃত্যু– ২০২৩ সালটা তাই ভারাক্রান্ত হৃদয়েই বিদায় জানাতে হচ্ছে চিত্রনায়িকা পরীমণির। বছরের শেষটায় তাই নতুন কাজের খবর দিয়ে শেষ করতে পারছেন না এ অভিনেত্রী। কেবল জানালেন, প্রিয়জন হারানোর শোক নিয়েই পুরোনো বছরকে বিদায় জানাতে হচ্ছে। তবে এই শোক লালন করে বসে থাকার পাত্রী তিনি নন।

কাজে ফিরবেন, শিগগিরই ফিরবেন। নতুন বছরে নতুন কাজের পরিকল্পনা নিয়ে এগোবেন। সেই পরিকল্পনায় যে অনেক কাজ করতে হবে– এমন কোনো ইচ্ছা নেই নায়িকার। যা করবেন বুঝেশুনেই করবেন, ভালো কাজ করবেন।
পরীর ভাষ্য, ‘সবাই তো জানেন, আমার নানুর মৃত্যু আমার জন্য কতটা শোকের। পৃথিবীতে আমার একমাত্র বটগাছটিই এখন আমার মাথার ওপর নেই। তবে এখন স্বাভাবিক হচ্ছি। আমাকে যে অনেক বেশি কাজ করতে হবে, এমন কোনো কথা নেই। তবে এতটুকু বলি, পরী হারিয়ে যাওয়ার মেয়ে নয়। আমি সিনেমায় আছি, অভিনয়ে আছি এবং ভালোভাবেই আছি। জীবন হয়তো আমার পরীক্ষা নিচ্ছে। এই পরীক্ষায় আমিই বিজয়ী হবো।’
পরীমণি অভিনীত সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা ‘মা’। অরণ্য আনোয়ার পরিচালিত সিনেমাটি ১৯৭১ সালে কুমিল্লা অঞ্চলের এক সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে। গত ১৯ মে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এরপর ওটিটিতে তাঁর অভিনীত ‘পাফ ড্যাডি’ নামে একটি ওয়েব ফিল্মও মুক্তি পায়। পরে আর পরীমণিকে নতুন কোনো কাজে দেখা যায়নি।
পরীমণি বললেন, ‘সুন্দর সুন্দর সিনেমা করতে চাই। সংখ্যাটা বড় না। ভালো ভালো সিনেমায় আমাকে দেখতে চাই। প্রতিদিন আমার কাছে স্ক্রিপ্ট আসছে। ধীরে ধীরে কাজ করতে চাই। সিদ্ধান্ত নিয়েছি, একদম বেছে বেছে ভালো ভালো কাজ করব। এখন আমার সন্তান আছে, তাকে সময় দিতে হয়। সবকিছু ভেবেই শুটিং করতে হবে।’
বছরের শেষের দিকে রায়হান রাফির একটি ওয়েব ফিল্মে কাজ করার খবর আসে। পরে নির্মাতা অনম বিশ্বাসের নির্মাণে ‘রঙ্গিলা কিতাব’ ওয়েব সিরিজেও কাজ করার খবর জানান পরীমণি। এর মধ্যে রাফির ওয়েব ফিল্মের কোনো আপডেট না জানা গেলেও অনম বিশ্বাস নতুন বছরের শুরুর দিকে তাঁর সিরিজটির কাজ শুরু করবেন বলে জানিয়েছেন।
এদিকে ‘সোনাবন্ধু’র পর দ্বিতীয়বারের মতো ডি এ তায়েবের সঙ্গে ‘কাগজের বউ’ নামে একটি সিনেমায় অভিনয় করেছেন পরীমণি। চয়নিকা চৌধুরীর পরিচালনায় সিনেমাটির শুটিং শুরু হয় ২০২১ সালের ডিসেম্বরে। এ বছরের ডিসেম্বরে এসে সিনেমাটির প্রযোজক ও নায়ক ডি এ তায়েব জানালেন, সিনেমাটি নতুন বছরের শুরুর দিকেই মুক্তি পাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



