জুমবাংলা ডেস্ক : একজন শিশুর কাছে মাতৃক্রোড় সবচেয়ে সুন্দর ও নিরাপদ জায়গা এই পৃথিবীতে। সে সেখানে সবচেয়ে আনন্দে থাকে। তবে শুধু মাতৃক্রোড় নয়, পিতৃক্রোড়ও তো একজন শিশুর নিরাপদের জায়গা। মা-বাবার আদর, স্নেহ একটি শিশুর বড়ো হয়ে ওঠার জন্য গুরুত্বপূর্ণ। তবে শুধু মা-বাবার স্নেহ নয়, বাড়ির সবার স্নেহ একটি শিশুর কাম্য।
বাড়িতে মা-বাবা বাদে যেসব সদস্য রয়েছেন, এমনকি পরিচালকদের ভালোবাসাও দরকার শিশুর জন্য। মানুষের মতোই পশুদের মধ্যেও রয়েছে মাতৃত্ববোধ। পশুরাও কষ্ট করে সন্তানদের জন্ম দেয়। মানুষের মতোই পশুদেরও হয় প্রসব যন্ত্রণা। এই যন্ত্রণা পশুরা অনুভূব করে। তাই যখন তাদের সন্তান হয় তখন তারা সন্তানদের আগলে রাখে।
পশুদের দেখা যায় তাদের সন্তান জন্মালেই তারা চিন্তায় থাকে সবসময়। শুধু তাই নয় সমস্ত পশুরাও চায় তাদের সন্তান যেন নিরাপদে থাকে, ভালো থাকে। শুধু মানুষেরাই চায় না তাদের সন্তানরা যেন থাকে দুধে-ভাতে, পশুদেরও এমনটাই চাওয়া।
সম্প্রতি একটি ভিডিও দেখা গেছে সম্প্রতি স্যোশাল মিডিয়ায়। যেখানে দেখা গেছে একটি বিশাল বড় সাপ মুরগির ডিমের উপর আ’ক্র’ম’ণ করার চেষ্টা করছে বারংবার। কিন্তু ডিমগুলি আগলে রেখেছে মা মুরগি। সাপটি যতবার আ’ক্র’ম’ণ করতে যাচ্ছে, মুরগি নিজের মতো করে ডিমগুলি রক্ষা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বৃষ্টির পানিতে ভেসে যাচ্ছে প্রচুর মাছ, অভিনব কায়দায় ধরছে যুবকরা
ভিডিওতে দেখা গেছে যে সাপটি যখনই মুরগির বাচ্চাগুলিকে ভক্ষণ করতে আসছে, তখনই মুরগিটি ল’ড়াই করছে সাপের সাথে। মুরগিটি নিজের ডানা আর ঠোঁটের সাহায্যে আঘাত করছে সাপটিকে । সাপটিও পাল্টা আ’ক্র’ম’ণ করছে বটে, কিন্তু শেষ পর্যন্ত মাতৃশক্তির জয় হয়। ভিডিওতে দেখে চোখে জল এসে যায়। আসলে মায়ের মতো এমন অকৃত্রিম ভাবে ভালোবাসতে কেউ পারে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।