আন্তর্জাতিক ডেস্ক : নিজের জীবন বাজি রেখে ১০০ ফুট ওপর থেকে একটি শিশুকে বাঁচালেন এক ব্যক্তি। কাজাখস্তানের ওই ব্যক্তি এখন রীতিমত হিরো। তিন বছরের একটি শিশু জানালা ধরে ঝুলে ছিল। সে সময় নিজের বিপদ জেনেও শিশুটিকে বাঁচাতে এগিয়ে আসেন ওই ব্যক্তি।
ব্রিটেনভিত্তিক সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত বুধবার কাজাখস্তানের রাজধানী নুর-সুলতানে ওই ঘটনা ঘটেছে। শিশুটির মা তাকে রেখে কেনাকাটা করতে গিয়েছিলেন। সেই সুযোগে শিশুটি কুশন আর খেলনা ব্যবহার করে জানালায় উঠে যায়। ভাগ্যক্রমে সে জানালায় ঝুলে ছিল।
ঠিক সে সময়ই কাজে যাচ্ছিলেন শনতাকবায়েভ সাবিত। তিনি দেখেন অনেক মানুষ জড়ো হয়েছে। পরে আসল ঘটনা বুঝতে পারেন।
এই ঘটনা দেখেই দ্রুত শিশুটিকে বাঁচানোর সিদ্ধান্ত নেন সাবিত। তিনি তড়িৎ গতিতে ওই ভবনে ওঠেন। শিশুটি যেখানে ঝুলে ছিল তার নিচের তলার জানালা দিয়ে বের হয়ে শিশুটিকে টেনে ধরেন তিনি। এরপর শিশুটিকে জানালা দিয়ে ভেতরে পাঠিয়ে দেন।
এত উচু থেকে পরেও যেতে পারতেন সাবিত। কিন্তু তা জেনেও তিনি শিশুটিকে উদ্ধারে এগিয়ে আসেন।
শিশুটিকে দ্রুত উদ্ধার করায় কাজাখস্তানের জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় সাবিতকে হিরো উপাধি দেয় এবং পুরষ্কার হিসেবে তাকে একটি মেডেল দেওয়া হয়।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানা গেছে, তারা ঘটনাস্থলে ৭ জন কর্মকর্তা এবং দুটি গাড়ি পাঠিয়েছিল। কিন্তু সেখানে পৌঁছে তারা দেখেন এক ব্যক্তি আটতলা থেকে শিশুটিতে উদ্ধারে এগিয়ে এসেছে।
Day 588: Let’s have more nice things…
…Like incredibly brave & quick-thinking hero, Sabit Shontakbaev jumping into action when he spotted a girl hanging from an 8th story window, 80ft up.#MoreNiceThings pic.twitter.com/4SHfRCgnaq
— Brad Ferguson (@BradFergus0n) May 12, 2022
এক বিবৃতিতে জানানো হয়েছে, ওই শিশুটির সঙ্গে সে সময় কেউ ছিল না। শিশুটিকে ঝুলে থাকতে দেখে কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব না করেই নিজের জীবন বাজি রেখে তাকে উদ্ধার করেন সাবিত।
এই ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। নেটিজেনরা ওই সাবিতকে ধন্যবাদ জানিয়েছেন এবং তার প্রশংসা করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।