‘জীবন এত ছোট নয় যে সহজেই ব্যর্থ হয়ে যাবে’ তৌসিফ মাহবুব

tawsif mahbub

বিনোদন ডেস্ক : সময়ের জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। বিভিন্ন নাটক-ওয়েব সিরিজে কাজ করে মন জয় করে নিয়েছেন ভক্তদের। এছাড়াও দেশের তরুণ প্রজন্মের কাছে এক পছন্দের মুখ এই অভিনেতা। এদিকে আজ (মঙ্গলবার) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ফলে এ বছরেও পরীক্ষার্থীদের মধ্যেও উত্তীর্ণ-অনুত্তীর্ণের বিষয়টিও ছিল। কাজেই দুই পক্ষকেই অভিবাদন জানিয়েছেন এই অভিনেতা।

tawsif mahbub

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের দিনে সামাজিক মাধ্যমে কিছু কথা উল্লেখ করেন তৌসিফ। উত্তীর্ণদের অভিনন্দন জানিয়ে অভিনেতা লেখেন, ‘যারা এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল করেছো তাদের অভিনন্দন। আগামীতেও যাতে তোমাদের স্বপ্ন পূরণ হয় সেই লক্ষ্যে পরিশ্রম করে যাও। শুভ কামনা রইলো।’

এইচএসসিতে পাসের হার ৭৭.৭৮ শতাংশ এছাড়াও অনুত্তীর্ণদের ভেঙে না পড়ারও আহ্বান জানান তৌসিফ। অভিনেতা লেখেন, ‘আর যারা ভালো ফলাফল করতে পারোনি, মন খারাপ করার কিছু নেই। জীবন এত ছোট নয় যে এত সহজেই ব্যর্থ হয়ে যাবে। এখন থেকে আরও বেশি পরিশ্রম করো, যাতে আগামীতে ভালো কিছু হয়।’

সম্প্রতি ‘চক্র’ নামে একটি ওয়েব সিরিজে কাজ করেছেন তৌসিফ মাহবুব। সিরিজটি অনলাইন প্লাটফর্মে ইতোমধ্যে স্ট্রিমিং হচ্ছে। ‘চক্র’ দেখে দর্শকরা তৌসিফের অভিনয়ের প্রশংসাও করছেন।

সহ অভিনেত্রীর প্রেমে পড়েছেন অভিষেক

অভিনয় ক্যারিয়ারে সফল হলেও তৌসিফ চেয়েছিলেন ইঞ্জিনিয়ার হবেন। সেভাবেই পড়াশোনা শুরু করেন তিনি। এইচএসসি পাস করার পরে জীবনের গুরুত্বপূর্ণ সময়ে ধৈর্য ধারণ করেন তৌসিফ, সেভাবেই নিজের মতো করে এগিয়ে যান।