জীবনসঙ্গী হিসেবে রাজনীতিবিদ বিয়ে করতে চান ফারজানা সিঁথি

farjana

বিনোদন ডেস্ক : জীবনসঙ্গী হিসেবে রাজনীতিবিদ বিয়ের ইচ্ছে প্রকাশ করেছেন কোটা সংস্কার আন্দোলনের ‘অগ্নিকন্যা’ হিসেবে পরিচিতি ফারজানা সিঁথি। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে উপস্থাপকের প্রশ্নের জবাবে পাত্র হিসেবে রাজনীতিবিদ পছন্দ বলে জানান তিনি।

farjana

ফারজানা সিঁথি বলেন, ‌‌‌‘আমি ব্যক্তিগতভাবে খুবই একজন অরাজনৈতিক ব্যক্তি। আমার কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত নাই।’

আকিকা করা মুসলিম নবজাতকের জন্য সুন্নত

তিনি আরও বলেন, ‘যদিও বিয়ে করার পরিকল্পনা আগামী পাঁচ বছরেও নাই। যদি করিও তাহলে রাজনীতিবিদকে করবো কেননা, রাজনীতিবিদের দেশকে নিয়ে সরাসরি কাজ করার জায়গা থাকে। দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থ রক্ষার্থে কাজ করে- তাই রাজনীতিবিদ চয়েজ করবো।’