আন্তর্জাতিক ডেস্ক : মানসিক আঘাতপ্রাপ্ত এক যুবক দাবি করেছেন, তাকে তার ইচ্ছার বিরুদ্ধে ‘মানব বলি’ হিসেবে কফিনে ঢুকিয়ে মাটিচাপা দেওয়া হয়েছিল। গত ১ আগস্ট দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার এল আলতো এলাকায় মাদার আর্থ উৎসবের সময় রোমহর্ষক এই ঘটনা ঘটেছে।
ভিক্টর হুগো মাইকা আলভারেজ (৩০) নামের ওই যুবক বার্ষিক উৎসবে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। যেখানে আদিবাসীরা দেবী প্যাচামামার পূজা করার জন্য সমবেত হয়েছিলেন। উৎসবের উদযাপনে আলভারেজ অত্যধিক মাত্রায় মদ্যপান করেছিলেন বলে জানিয়েছেন। এ সময় তিনি চেতনাও হারিয়ে ফেলেন।
কয়েক ঘণ্টা পর চেতনা ফিরে এলে প্রস্রাবের চাপ অনুভব করেন তিনি। তখন তিনি বুঝতে পারেন, গ্লাসের কফিনের ভেতরে শুয়ে আছেন; যার ওপরে মাটির স্তর। স্থানীয় সংবাদমাধ্যম জ্যাম প্রেসকে আলভারেজ বলেন, আমরা নাচানাচি করছিলাম। অনুষ্ঠানের ফাঁকে প্রচুর পরিমাণ মদ্যপানও করেছিলাম।
‘আমার শুধু মনে আছে যে, আমি বিছানায় শুয়ে আছি এবং প্রস্রাব করার জন্য উঠেছিলাম। কিন্তু আমি কোনোভাবেই নড়াচড়া করতে পারছিলাম না।’
তিনি বলেন, আমি ধাক্কা মেরে কফিনটি ভেঙেছিলাম। পরে গ্লাসের ফাঁক গলে ভেতরে ময়লা পড়তে শুরু করে। আমি অনেক চেষ্টা করে বেরিয়ে আসতে সক্ষম হই। আমাকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল।
ব্রিটিশ দৈনিক মেট্রো বলছে, একবার চেতনা ফেরার পর আলভারেজ বুঝতে পারেন, অনুষ্ঠানের শুরুতে যেখানে তিনি মদ্যপান করেছিলেন, সেই স্থান থেকে প্রায় ৫০ মাইল দূরের আচাচাচি শহরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশের কাছে হাজির হয়ে এই ঘটনা জানালেও কর্মকর্তারা তা বিশ্বাস করেননি।
ওই সময় পুলিশ কর্মকর্তারা তাকে মাতাল বলে বাসায় গিয়ে শান্ত হতে বলেন। তিনি প্রতারক নন বলে পুলিশকে জানান। পরে এই ঘটনা স্থানীয় গণমাধ্যমকে জানান আলভারেজ। সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে তাকে রক্তাক্ত এবং ক্ষতবিক্ষত দেখা যায়।
সূত্র: নিউইয়র্ক পোস্ট।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.