জুমবাংলা ডেস্ক : যাত্রীর খাবারে জীবন্ত ইঁদুর, যে কারণে স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইনসের (এসএএস) একটি ফ্লাইটকে জরুরি অবতরণ করতে হয়েছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বলে বিবিসি জানিয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নরওয়ের অসলো থেকে স্পেনের মালাগা যাওয়ার পথে ইঁদুরবিপত্তিতে পড়ে এসএএসের একটি ফ্লাইট ডেনমার্কের কোপেনহেগেনে জরুরি অবতরণ করতে বাধ্য হয়।
এসএএস এয়ারলাইনসের মুখপাত্র অয়েস্টেইন শ্মিট জানিয়েছেন, ইঁদুরটি বিমানে নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে বলে জরুরি অবতরণের এ সিদ্ধান্ত নেয়া হয়। পরে যাত্রীদের ভিন্ন একটি ফ্লাইটে মালাগায় পৌঁছে দেওয়া হয়।
নাম-যশ-অর্থ সবই ছিল, তবুও বলিউড ছেড়ে দিতে বাধ্য হন এই নায়িকারা
বিবিসি বলছে, ঘটনাটি খুব সাবধানে সামলানো হয়েছিল এবং তেমন কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি। তবে ফ্লাইটটি ডাইভার্ট করায় গন্তব্যে পৌঁছাতে কয়েক ঘণ্টা বেশি সময় লেগেছে। সাধারণত বিমানের ফ্লাইটে ইঁদুরের উপস্থিতির বিষয়ে কঠোর বিধি-নিষেধ থাকে। কারণ, বৈদ্যুতিক তার চিবিয়ে কেটে ফেলতে পারে ইঁদুর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।