বিনোদন ডেস্ক : ‘কিং অব পপ’ মাইকেল জ্যাকসন যেমনি আলোচিত তেমনি সমাদৃত বিশ্বজুড়ে। তার অবিশ্বাস্য মৃত্যু বিশ্বকে ধাক্কা দিয়েছিল। মাত্র ৫০ বছর বয়সে কিংবদন্তির হঠাৎ মৃত্যু ভক্তরা এখনও মেনে নিতে পারেন নি। তার সংগ্রামী জীবন থেকে বিলাসের জীবন সবটাই উঠে আসবে পর্দায়। প্রকাশ হলো তার বায়োপিকের ফার্স্ট লুক।
সিনেমার পর্দায় সবার প্রিয় গায়ক জীবন্ত হয়ে উঠবেন। অ্যান্টোইন ফুকুয়ার পরিচালনায় মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে তৈরি হচ্ছে সিনেমা। ‘জ্যাকসন’ নামের এ সিনেমার মুক্তির তারিখ জানিয়েছে হলিউড রিপোর্টার।
ইউনিভার্সাল পিকচার্সের পরিবেশনায় ছবিটি বিশ্বজুড়ে মুক্তি পাবে ২০২৫ সালের ১৮ এপ্রিল। জানা গেছে, সিনেমাটিতে মাইকেলের চরিত্রে অভিনয় করবেন মাইকেল জ্যাকসনের ভাতিজা জাফর জ্যাকসন। জন লোগানের চিত্রনাট্যে ‘জ্যাকসন’ প্রযোজনা করবেন গ্রাহাম কিং।
আগামী সপ্তাহ থেকে মাইকেল জ্যাকসনের বায়োপিকের শুটিং শুরু হবে। এই ছবিতে প্রয়াত আমেরিকান পপ তারকার ফার্স্টলুক প্রকাশ্যে এলো।
সমাজমাধ্যমে একটি ছবি প্রকাশ করেছেন জাফর। সাদাকালো সেই ছবিতে দূর থেকে মাইকেলকে দেখা যাচ্ছে। শিল্পীর নাচের মুদ্রা সেখানে অনুরাগীদের দৃষ্টি আকর্ষণ করেছে। মাইকেলের জনপ্রিয় নাচের মুদ্রার মধ্যে ‘মুন ওয়াক’ এবং ‘টো স্ট্যান্ডিং’ রয়েছে। ছবিতে জাফরকে দ্বিতীয় নাচটি পরিবেশন করতে দেখা যাচ্ছে। ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করে জাফর লিখেছেন, ‘আগামী সোমবার থেকে সফর শুরু হবে।’
মাইকেলের বায়োপিকে শিল্পীর জীবনের কোন কোন অংশ দেখানো হবে, তা আপাতত নির্মাতারা আড়ালেই রেখেছেন। জাফর নিজে একজন গায়ক এবং নৃত্যশিল্পী। জাফরকে এই চরিত্রে নির্বাচন প্রসঙ্গে মাইকেলের মা ক্যাথরিন জ্যাকসন বলেন, ‘জাফর দেখতে আমার ছেলের মতোই। জ্যাকসনের জনপ্রিয়তাকে ও যে এগিয়ে নিয়ে চলেছে সেটা দেখে আমি গর্বিত।’
ঘুমন্ত কিশোরীর সঙ্গে রোমান্সে মাতছে ভূত, ঘুমিয়ে পড়লেই শুরু হয়ে যায় স্পর্শ
মাইকেল জোসেফ জ্যাকসন একজন মার্কিন সঙ্গীতশিল্পী, নৃত্যশিল্পী, গান লেখক, অভিনেতা, সমাজসেবক এবং ব্যবসায়ী। পৃথিবীর ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বহুল বিক্রিত অ্যালবামের সঙ্গীত শিল্পীদের তিনি অন্যতম। তিনি মাত্র ৫ বছর বয়সে ১৯৬৩ সালে পেশাদার সঙ্গীত শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।