আন্তর্জাতিক ডেস্ক : যু.দ্ধবিরতি ছাড়া ই.স.রা.ইল থেকে আ.টক ব্যক্তিদের মুক্তি দেওয়া হবে না বলে জানিয়েছে ফি.লি.স্তি.নির স্বাধীনতাকামী সশস্ত্রগোষ্ঠী হা.মারস। রা.শিয়া সফররত সংগঠনটির এক সদস্য স্থানীয় গণমাধ্যমকে এমনটি জানিয়েছেন। খবর আলজাজিরার।
আবু হামিদ নামে হা.মা.সের এক সদস্য রুশ সংবাদমাধ্যম কমার্স্যান্তকে জানান, আটক ই.সরাই.লিদের খোঁজ পেতে সময় প্রয়োজন।
হা.মা.সের এ সদস্য বলেন, শত শত মানুষকে আট.ক করা হয়েছে। এদের মধ্যে বেশিরভাগই বেসামরিক নাগরিক। তাদের গাজায় খুঁজতে আমাদের সময় প্রয়োজন। এর পর তাদের মুক্তি দিতে হবে।
এর আগে রাশিয়ার বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে, ই.স.রা.ইল থেকে জিম্মি করা ব্যক্তিদের মুক্তির বিষয়ে বৃহস্পতিবার মস্কোতে হামাসের একটি প্রতিনিধি দল ও রুশ সরকারের মধ্যে আলোচনা হয়েছে।
আর নয় চাকুরি অথবা ব্যবসা, এই গাছ চাষ করুন আর হয়ে যান কোটিপতি
তিন সপ্তাহ ধরে গা.জা.য় ফি.লি.স্তি.নির স্বাধীনতাকামী সশস্ত্রগোষ্ঠী হা.মা.সের সঙ্গে যু.দ্ধ চালিয়ে যাচ্ছে ই.স.রা.ইল। গত ৭ অক্টোবর থেকে চলমান ই.স.রা.ইলি হা.ম.লায় এখন পর্যন্ত সাড়ে ৭ হাজারের বেশি ফি.লিরস্তি.নি নি.হ.ত হয়েছেন বলে দাবি গা.জা.র স্বাস্থ্য মন্ত্রণালয়ের। এর মধ্যে শিশুর সংখ্যা প্রায় দুই হাজার ৭০০। আর আহত ১৭ হাজারের বেশি মানুষ। এ পর্যন্ত ই.স.রা.ইলি ৪ জিম্মিকে মুক্তি দিয়েছে হা.মা.স।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।