তুরস্কের জনপ্রিয় টিভি সিরিয়াল ‘সুলতান সুলেমান’–এ হুররেম সুলতান চরিত্রে অভিনয়ের জন্য সুখ্যাতি পেয়েছেন মেরিয়েম উজারলি। তবে প্রকৃত নামে নয়, তিনি ‘হুররেম সুলতান’ নামেই বেশি পরিচিত। প্রায় এক দশক এই অভিনেত্রী ‘সুলতান সুলেমান’ ধারাবাহিকে অভিনয় করেন এবং ধারাবাহিকটি বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশেই জনপ্রিয় হয়ে ওঠে।

‘সুলতান সুলেমান’ নাটকের কল্যাণে মেরিয়েম উজারলি বাংলাদেশের দর্শকদের কাছেও ব্যাপক পরিচিত। জানেন কী— এই শক্তিশালী অভিনেত্রী এখন আর নিয়মিত অভিনয় করেন না। তিনি সংসার ও সন্তানদের নিয়েই বেশি ব্যস্ত থাকেন।

বর্তমানে মেরিয়েম উজারলি বার্লিনে থেকে দুই মেয়ে লালা ও লিলিকে নিয়ে জীবন কাটাচ্ছেন এবং মাঝেমধ্যে অভিনয়ে ফিরছেন।
ইনস্টাগ্রামে তার ৭৮ লাখেরও বেশি ফলোয়ার রয়েছে। দর্শকদের কাছে তিনি যতটা না মেরিয়েম উজারলি তার চেয়েও বেশি ‘হুররেম’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


