বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : টেলিকম দুনিয়ায় বিপ্লব আনার পর এবার ইলেকট্রিক বাইসাইকেলের বাজারেও নতুন চমক দিতে চলেছে রিলায়েন্স জিও। সাশ্রয়ী দামে দুর্দান্ত পারফরম্যান্সের ই-বাইক নিয়ে আসছে এই সংস্থা। সম্প্রতি জিও ঘোষণা করেছে যে, তাদের আসন্ন ই-বাইক একবার চার্জে ৪০০ কিলোমিটার পর্যন্ত চলবে!
Table of Contents
একবার চার্জেই ৪০০ কিমি রেঞ্জ!
জিওর নতুন ই-বাইকে ব্যবহার করা হয়েছে উন্নতমানের লিথিয়াম-আয়ন ব্যাটারি, যা মাত্র ৩-৫ ঘণ্টায় সম্পূর্ণ চার্জ হয়ে যাবে। ব্যাটারি সহজেই খুলে আলাদা চার্জ দেওয়া যাবে, যা ব্যবহারকারীদের জন্য সুবিধাজনক।
শক্তিশালী মোটর, পাহাড়েও দারুণ পারফরম্যান্স
এতে থাকবে ২৫০ থেকে ৫০০ ওয়াটের শক্তিশালী ইলেকট্রিক মোটর, যা সমতল এবং পাহাড়ি রাস্তায় সমানভাবে দুর্দান্ত পারফরম্যান্স দেবে। এতে থাকবে ইকো মোড, নরমাল মোড ও স্পোর্টস মোড, যা যাত্রাকে আরও স্বাচ্ছন্দ্যময় করবে। চার্জ শেষ হয়ে গেলেও চিন্তার কিছু নেই, কারণ এতে প্যাডেল সাপোর্ট থাকছে, যা সাধারণ সাইকেলের মতো চালানো যাবে।
স্মার্ট ফিচার ও আধুনিক প্রযুক্তি
জিও ই-বাইকে থাকছে LED লাইট, GPS ট্র্যাকিং এবং ব্লুটুথ মোবাইল অ্যাপ কানেক্টিভিটি। ফলে ব্যবহারকারীরা সহজেই বাইকের অবস্থান জানতে পারবেন ও স্মার্টফোনের মাধ্যমে বিভিন্ন ফিচার কন্ট্রোল করতে পারবেন।
দাম কত?
বর্তমানে বাজারে ই-বাইকের দাম ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকার মধ্যে হলেও, জিওর এই ই-বাইক পাওয়া যাবে মাত্র ২৯,৯৯৯ টাকায়!
জিওর নতুন ই-বাইক সত্যিই এক বিপ্লব আনতে পারে। মাত্র ৩০ হাজার টাকার কম দামে এত ফিচারসহ ৪০০ কিমি রেঞ্জের বাইক বাজারে প্রতিযোগিতার মাত্রা বাড়িয়ে তুলবে। এখন দেখার বিষয়, এটি কবে লঞ্চ হয় এবং বাজারে কেমন প্রতিক্রিয়া সৃষ্টি করে!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।