জুমবাংলা ডেস্ক : বাবার অনুপ্রেরণায় তিন বছর ধরে কারাতে শিখছেন কুড়িগ্রামের তরুণী সিনিয়া আক্তার জিশা।
জেলায় প্রথম মেয়ে হিসেবে ‘ব্ল্যাক বেল্ট’ অর্জন করেছেন তিনি।
কারাতের চর্চা শরীর ও মন সুস্থ রাখে, এমনকি শৃঙখলা মেনে চলতে শেখায়। এই ইতিবাচক দিকগুলোই কারাতের প্রতি জিশাকে আগ্রহী করেছে। জিশা মনে করেন, সব মেয়েরই কারাতে প্রশিক্ষণ নেওয়া উচিত।
জিশা কুড়িগ্রাম কালেক্টর স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণিতে পড়ছেন। বাবার মতো কারাতের সেনসেই (শিক্ষক) হওয়াই এখন জিশার লক্ষ্য।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।