বিনোদন ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের পপ তারকা টেইলর সুইফট। তার ‘দ্য এরাস ট্যুর’-এ নিরাপত্তার দায়িত্ব পালন করেন ইসরায়েলের এক যুবক। কিন্তু ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের বিরুদ্ধে লড়াই করতে লোভনীয় এই চাকরি ছেড়ে দেশে ফিরেছেন তিনি। চলচ্চিত্র বিষয়ক ম্যাগাজিন ভ্যারাইটি ডটকম এসব তথ্য নিশ্চিত করেছেন।
ইসরায়েল টুডের সাংবাদিক ইরনা সুইসা এ খবর প্রথম প্রকাশ্যে আনেন। তিনি ভ্যারাইটি ডটকমকে বলেন, ‘এই যুবক নিজের নাম গোপন রাখতে চাচ্ছেন। তার জন্ম ইসরায়েলের কিবুটজে। তিনি টেইলর সুইটের নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতেন। এজন্য আমেরিকায় বসবাস করতেন। কিন্তু চাকরি ছেড়ে দেশে ফিরে যুদ্ধে যোগ দিয়েছেন তিনি।’
টেইলর সুইফের নিরাপত্তারক্ষী ইরনাকে বলেন, ‘আমি দারুণ একটি চাকরি পেয়েছিলাম; যে কাজটি করতে ভালোবাসি। সে (টেইলর সুইফট) আমার পরিবার, আমার বন্ধু। সেখানে আমার সুন্দর একটি বাড়ি ছিল। এসব ছেড়ে এখানে ফিরে আসার প্রয়োজন ছিল না। কিন্তু পরিবারগুলোকে জীবন্ত আগুনে পুড়িয়ে মারার সময়ে আমি পাশে ছিলাম না। আর এটা করা হয়েছে শুধু ইহুদি বা ইসরায়েলি হওয়ার জন্য।’
এ বিষয়ে কথা বলার জন্য ভ্যারাইটির পক্ষ থেকে টেইলর সুইফটের সঙ্গে যোগাযোগ করা হলে মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন এই গায়িকা।
https://inews.zoombangla.com/pram-ar-gunjon-a-mukh-khullan/
উল্লেখ্য, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ও ইসরায়েলি সৈন্যদের সংঘাত ভয়াবহ রূপ নিয়েছে। ফিলিস্তিনের গাজার আল-আহলি আল-আরবি হাসপাতালে গতকাল রাতে ভয়াবহ হামলা হয়েছে। এতে অন্তত ৫০০ ব্যক্তি নিহত হয়েছেন। এ হামলার পর ফুঁসে উঠেছে মুসলিম বিশ্ব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।