লিংকডইন থেকেও সেরা জব হায়ারিং ফিচার আনলেন ইলন মাস্ক

ইলন মাস্ক

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : জব হায়ারিং ফিচার আনছে এলন মাস্ক। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটার বর্তমানে X-এ শুরু নতুন পরিষেবা। সামাজিক যোগাযোগ মাধ্যম হিসাবে টুইটারের (বর্তমানে X) যাত্রা শুরু হলেও বিগত দিনে তাতে যোগ হয়েছে একাধিক ফিচার। যার মধ্যে ব্লু ভেরিফায়েড টিক। তবে সেই ফিচারকেও এবার ছাপিয়ে যেতে চলেছে কোম্পানির নতুন জব হায়ারিং প্ল্যাটফর্ম।

ইলন মাস্ক

মাইক্রোসফট মালিকাধীন প্ল্যাটফর্ম লিঙ্কডিনকে টক্কর দিতে এই চমক এনেছেন এলন মাস্ক।

ইতিমধ্যে ভেরিফায়েড কোম্পানিগুলির জন্য একটি বিটা ভার্সন লঞ্চ করেছে X। একাধিক বড় বড় কোম্পানি এবার থেকে এই প্ল্যাটফর্মের মাধ্যমে চাকরিপ্রার্থী নিয়োগ করতে পারবে। তবে এর জন্য খরচ করতে হবে মোটা টাকা।

কোম্পানিগুলিকে প্রতি মাসে একটি নির্দিষ্টি চার্জ দিতে হবে এলন মাস্কের কোম্পানিকে। মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্মের নতুন জব হান্টিং প্ল্যাটফর্মের নাম ‘Hiring’।

এলন মাস্কের কোম্পানি জানিয়েছে, এই ফিচারের মাধ্যমে কোম্পানিগুলি সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকাগুলিকে তালিকাভুক্ত করতে পারবে এবং লক্ষ লক্ষ প্রার্থীদের কাছে পৌঁছতে পারবে। এই প্রসঙ্গে এলন মাস্ক জানান, লিঙ্কডিনের থেকেও সেরা হবে এই ফিচার।

ভেরিফায়েড প্রতিষ্ঠানগুলিকে চাকরি পোস্ট করার জন্য ভারতীয় মুদ্রায় প্রতি মাসে 82,550 টাকা দিতে হবে। এই টাকা দিলে তবেই তারা Hiring প্ল্যাটফর্মে চাকরির তথ্য শেয়ার করতে পারবে। সাম্প্রতিক এক রিপোর্ট অনুযায়ী, এখানেই থেমে থাকতে চাইছে না X।

জব হায়ারিং ফিচারের পাশাপাশি জব সার্চ ফিচার আনারও প্রস্তুতি শুরু করেছেন এলন মাস্ক। নতুন প্ল্যাটফর্ম আসতেই শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়। এক ইউজারের প্রশ্ন, এখানে জিও-ফিল্টার করা যাবে? অনুসন্ধানের জন্য একাধিক মানদন্ড ব্যবহার করে ফিল্টার করা যাবে?

আরও এক ইউজার লেখেন, “খুবই দরকারী বৈশিষ্ট্য। সম্পূর্ণ অনলাইনে চাকরিগুলি সম্পর্কে জানতে সাহায্য করবে।” এক ইউজার মন্তব্য করেন, “নিঃসন্দেহে এটি লিঙ্কডিনের ছেয়ে বেশি সফল হবে।”

উল্লেখ্য, বর্তমানে অনলাইন জব হায়ারিংয়ের মধ্যে বিশ্বের অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম লিঙ্কডিন। 2003 সালে শুরু হয় যাত্রা। তারপর 2016 সালে কোম্পানির প্রতিষ্ঠাতা ও সহ প্রতিষ্ঠাতা রেইড হফম্যান এবং অ্যালেন ব্লু-এর কাছ থেকে কিনে নেয় মাইক্রোসফট।

কেউ আমাকে নিয়ে ঝুঁকি নিতে চায় না : নোরা ফাতেহি

বর্তমানে ইন্টারনেটে পৃথিবীর বৃহত্তম প্রফেশনাল নেটওয়ার্ক হল লিঙ্কডিন। এখানে শুধু চাকরি নয় ইন্টার্নশিপ, উদ্যোক্তা, একাধিক কোম্পানির কর্মচারীদের সঙ্গে সংযোগ স্থাপন বা কানেক্ট হওয়া যায়। বর্তমানে এই প্ল্যাটফর্মে চালু করা হয়েছে একাধিক কোর্সও। এমন বৃহৎ জব হায়ারিং কোম্পানিকে কতটা টেক্কা দিতে পারে এলন মাস্কের মাইক্রো ব;ব্লগিং প্ল্যাটফর্ম X তা দেখার বিষয় হবে।