সদ্য নতুন বছরের (২০২৬) সরকারি ছুটির তালিকার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এর আগে চলতি বছরের অবশিষ্ট সময়ে আরও ২টি ছুটি পাওয়া যাবে। এরমধ্যে বছরের শেষ প্রান্তে টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

চলতি বছরের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২৫ ডিসেম্বর খ্রিস্টানদের বড়দিনের সরকারি ছুটি পড়েছে। দিনটি বৃহস্পতিবার হওয়ায় এর পরের দু’দিন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকছে। ফলে সবমিলিয়ে টানা ৩ দিন বন্ধ থাকছে অফিস।
তবে এর আগে ডিসেম্বরে আরও একটি সরকারি ছুটি পাওয়া যাবে। বিজয় দিবস উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর (মঙ্গলবার) এই ছুটি থাকছে। যদিও চলতি নভেম্বরে কোনো সরকারি ছুটি নেই।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) ২০২৬ সালের সরকারি ছুটির তালিকার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আগামী বছর নির্বাহী আদেশে এবং সাধারণ ছুটি মোট ২৮টি। তবে এরমধ্যে ৯ দিন শুক্র ও শনিবার পড়েছে। এজন্য ২০২৬ সালে মূল ছুটি হবে ১৯ দিন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



