বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যেন কর্মী ছাঁটাইয়ের ঢেউ লেগেছে। টুইটারের পর এবার ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মালিকানাধীন প্রতিষ্ঠান মেটা ছাঁটাই করতে যাচ্ছে তাদের ১১ হাজার কর্মীকে।
বিবিসি বলেছে, বিশ্বজুড়ে মেটার ৮৭ হাজার কর্মী রয়েছে। ১১ হাজার ছাঁটাই করলে মেটার মোট কর্মীর মধ্যে ১৩ শতাংশ কর্মীই চাকরি হারাতে যাচ্ছেন।
এদিকে বিপুল অর্থ বিনিয়োগ করার পরও কাঙ্ক্ষিত ফলাফল তথা আয় না আসায় বিপুল পরিমাণ কর্মীকে ছাঁটাই করতে হচ্ছে বলে জানিয়েছেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।
১১ হাজার কর্মীর চাকরিচূতির জন্য দুঃখপ্রকাশ করে জাকারবার্গ এক বিবৃতি দিয়েছেন। সেখানে ফেসবুকের এই প্রতিষ্ঠাতা বলেন, ‘মেটার ইতিহাসে আমরা সবচেয়ে কঠিন কিছু পরিবর্তন এনেছি। তবে যারা ভুক্তভোগী তাদের জন্য এটা আরও বেশি কঠিন।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।