ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জবাবদিহিতার অভাব দেখা দিলে নতুন নির্বাচন আদায়ের ঘোষণা দিয়েছেন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও পরাজিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান।
শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে মানবিক মূল্যবোধসম্পন্ন শিক্ষা ও শিক্ষাঙ্গন বিষয়ে আয়োজিত তরুণদের সংলাপে তিনি বলেন, “খুব দ্রুত ছাত্রদলের পক্ষ থেকে নির্বাচনের অবস্থান জানানো হবে। প্রশাসন ও নির্বাচন কমিশন যদি অভিযোগগুলোর সঠিক জবাবদিহি করতে ব্যর্থ হয়, তাহলে নতুন নির্বাচনের সুযোগ তৈরি হবে এবং আমরা তা আদায় করে ছাড়ব।”
তিনি আরও উল্লেখ করেন, নির্বাচন পরবর্তী সময়ে পূর্বের মতো অবরোধ বা সহিংসতার পথ না বেছে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে ছাত্রদল। আবিদ অভিযোগ করেন, ভোটে সুপরিকল্পিতভাবে জাল বিছানো হয়েছিল এবং তাকে ভিলেন বানানো হয়।
ডাকসু নির্বাচনে ছাত্রদলের ফলাফল নিয়ে তিনি বলেন, “এটি আমরা পরাজয় মনে করি না। এর মধ্য দিয়ে ঢাবি সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অদৃশ্য রাজনৈতিক শক্তির প্রভাব প্রতিফলিত হয়েছে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।