বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ‘ঘোর বাস্তব’—সত্যিই এখন এই দুটি শব্দ একেবারে প্রযোজ্য কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ক্ষেত্রে। কয়েক বছর আগেও হয়তো AI-কে ঘিরে এতটা বাস্তব আশঙ্কা ছিল না। তখনও একে ভবিষ্যতের প্রযুক্তি বলেই মনে করা হতো। কিন্তু গত এক বছরে AI যে হারে উন্নতি করেছে, তাতে এখন পরিষ্কার—এই প্রযুক্তি আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠতে চলেছে।
AI যত দ্রুত এগোচ্ছে, ততই বাড়ছে চাকরি হারানোর ভয়। বহু সংস্থা ইতিমধ্যেই কর্মী ছাঁটাই শুরু করে দিয়েছে, আবার অনেক প্রতিষ্ঠান ভবিষ্যতে ছাঁটাইয়ের পরিকল্পনা করছে। অনেক পেশাজীবী চিন্তিত—তাঁদের কাজও কি শেষ পর্যন্ত AI করে ফেলবে?
তবে মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস জানাচ্ছেন, এমন অন্তত তিনটি চাকরি আছে, যেগুলো AI কখনওই দখল করতে পারবে না। কী সেই চাকরিগুলো?
১. যারা AI তৈরি করেন (কোডার ও ডেভেলপার)
যাঁরা AI তৈরির কাজ করেন—অর্থাৎ সফটওয়্যার ডেভেলপার, প্রোগ্রামার কিংবা কোডার—তাঁদের চাকরি AI কেড়ে নিতে পারবে না। যদিও AI এখন নিজেও কোড লিখতে পারে, কিন্তু জটিল ও নতুন সমস্যার সমাধানে এখনও মানুষের দক্ষতা অপরিহার্য। বিশেষ করে নতুন এআই প্রযুক্তি বানানো ও তার গঠনমূলক উন্নয়নে মানুষের মস্তিষ্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
২. এনার্জি এক্সপার্ট (জ্বালানি খাতে কাজ করা বিশেষজ্ঞ)
জ্বালানি খাত—যেমন তেল, পরমাণু শক্তি বা নবায়নযোগ্য জ্বালানি—এই ক্ষেত্রগুলো এতটাই জটিল ও বহুমাত্রিক যে, AI একা এগুলো সামলাতে পারবে না। এখানে অভিজ্ঞতা, বাস্তব পরিস্থিতি বোঝার ক্ষমতা এবং সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা প্রয়োজন, যা কেবল মানুষই করতে পারে। তবে এই খাতে AI সহায়ক প্রযুক্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে আশা করছেন বিল গেটস।
৩. জীববিজ্ঞানী ও চিকিৎসা গবেষক
যেসব পেশায় সৃজনশীল চিন্তাভাবনা, বিশ্লেষণ, এবং মানবিক উপলব্ধির প্রয়োজন—যেমন বায়োলজিস্ট বা চিকিৎসা গবেষক—সেখানে AI এখনো অনেক পিছিয়ে। চিকিৎসা বিজ্ঞানে নতুন কিছু আবিষ্কার করা, রোগের গভীরে গিয়ে গবেষণা করা বা জটিল বিষয় বিশ্লেষণ করার ক্ষেত্রে মানুষের মস্তিষ্ক এখনও অপরিবর্তনীয়। এই ক্ষেত্রেও AI হয়তো সহায়ক ভূমিকা নিতে পারবে, কিন্তু পুরোপুরি মানুষের জায়গা নিতে পারবে না।
এই তিনটি পেশা ছাড়াও আরও কিছু ক্ষেত্র রয়েছে, যেখানে মানবিক বুদ্ধিমত্তা, অনুভূতি ও সৃজনশীলতা অপরিহার্য—যা কখনোই AI পুরোপুরি প্রতিস্থাপন করতে পারবে না। তাই ভবিষ্যতের জন্য তৈরি হতে গেলে আমাদের শুধু AI শিখলেই হবে না, মানবিক গুণাবলিও বিকশিত করতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।