জুমবাংলা ডেস্ক : জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, এরা ইলেকশন দিব আজকে, কালকে, পরশু। ঘুরাইয়া-ঘারাইয়া জাতে ইলেকশন না দেওন লাগে। কিন্তু ইলেকশন লাগবো। ফজলুর রহমান যদি জীবিত থাকে বাপ ডাইকা বাংলাদেশে ইলেকশনটা দিয়া যাওন লাগবো।
মঙ্গলবার (১ এপ্রিল) কিশোরগঞ্জের ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের আনন্দ বাজারে ঈদ-পরবর্তী পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, বাপ ডাইকা নির্বাচন) দেওন লাগবো। আমাকে গুলি করে মারবেন। আমার আল্লাহ আছে। আল্লাহ ইচ্ছা করলে আমাকে রক্ষা করতে পারে, পারে না? ৫০০ গুলিও আমার বুকে লাগতে না পারে, আমার আল্লাহ আছে। আমি সত্য কথা বলবোই।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এই উপদেষ্টা বলেন, মুক্তিযুদ্ধের জন্য এ দেশের ৩০ লাখ লোক জীবন দিয়েছিল। ২ লাখ মা-বোন ইজ্জত দিয়েছিল। এই গ্রামটা বিশেষ করে হিন্দু সমাজের। গ্রাম থেকে ১০০ কিলোমিটার দূরে ওইলাম ক্যাম্প, বালাম ক্যাম্প ও মুথো ক্যাম্পে হাজারে হাজারে লোক গিয়েছিল।
এত মানুষ মারা গিয়েছিল তার কোনো সীমা ছিল না। সেই মুক্তিযুদ্ধের ওপর প্রতিষ্ঠিত হয়েছে আমার স্বাধীন বাংলাদেশ। এখন কি আমি রাজাকারদের হাতে স্বাধীন বাংলাদেশের নেতৃত্ব ছেড়ে দেবো। কথাটা আপনারা বুঝেন না। আমি ভোট চাই না।
যারা রাজাকারদের হাতে নেতৃত্ব ছাড়তে চায় আমি তাদের ভোট চাই না। কথাটা খুব ক্লিয়ার। আমি ভোট চাই তাদের। যারা মুক্তিযুদ্ধকে স্বীকার করে। যারা মুক্তিযুদ্ধের বাংলাদেশকে মানে। যারা এই দেশকে মাথা উঁচু করে দাঁড়াতে দিতে চায়।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি এসএম কামাল, ফজলুর রহমানের স্ত্রী সুপ্রীম কোর্টের আইনজীবী উম্মে কুলসুম রেখা, ইটনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম পলাশসহ মৃগা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।