বাইডেনের হোঁচট খাওয়া নিয়ে যা বললেন ট্রাম্প

বাইডেনের হোঁচট খাওয়া

আন্তর্জাতিক ডেস্ক : কলোরাডোয় এয়ার ফোর্স একাডেমিতে স্নাতক সমাপনী অনুষ্ঠানে প্রেসিডেন্ট জো বাইডেনের হোঁচট খেয়ে পড়ে যাওয়ার ঘটনায় সমবেদনা প্রকাশ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বিবিসির।

বাইডেনের হোঁচট খাওয়া

এক সাংবাদিক ট্রাম্পকে বাইডেনের হোঁচট খাওয়া নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, আশা করি তিনি (বাইডেন) ব্যথা পাননি। এ সময় বাইডেনকে সাবধান থাকারও আহ্বান জানান ট্রাম্প। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হতে ইচ্ছুক ডোনাল্ড ট্রাম্প আইওয়া অঙ্গরাজ্যে প্রচারণা অনুষ্ঠানে বাইডেনের পড়ে যাওয়া নিয়ে বলেছেন, পুরো ঘটনাটিই অদ্ভুত।

এর আগে ২০২০ সালের সেপ্টেম্বরে তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্প একই স্থানের একটি মঞ্চ থেকে হেলেদুলে সতর্কভাবে নামার ঘটনায় ডেমোক্রেট প্রেসিডেন্ট প্রার্থী বাইডেন ট্রাম্পকে নিয়ে উপহাস করেছিলেন।

সেই সময় বাইডেন বলেছিলেন- দেখুন, তিনি কিভাবে হাঁটছেন আর আমি কিভাবে হাঁটি।

অন্যদিকে, রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হতে ইচ্ছুক ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে এক প্রচারণা অনুষ্ঠানে বাইডেনের পড়ে যাওয়া প্রসঙ্গে বলেন, আশা করি, জো বাইডেন দ্রুত সেরে উঠবেন।

হোয়াইট হাউসের গণযোগাযোগ বিভাগের পরিচালক গতকাল এক টুইটে বলেন, প্রেসিডেন্ট বাইডেন সুস্থ আছেন।

কোহলিদের জন্য সুখবর!

গতকাল যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যায় হোয়াইট হাউসে ফিরে বাইডেন সাংবাদিকদের সঙ্গে রসিকতা করে বলেন, বালুর বস্তায় পা আটকে গিয়েছিল। হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, অনুষ্ঠান মঞ্চে যাওয়ার সময় একটি কালো বালুর বস্তায় হোঁচট খান প্রেসিডেন্ট বাইডেন।