বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল। ২০০০ সালে মুক্তি পেয়েছিল তার প্রথম ছবি ‘কাহো না পেয়ার হ্যায়’। প্রথম ছবির মাধ্যমের দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। পরের বছর মুক্তি পেয়েছিল তার সিনেমা ‘গদর’। এর ২২ বছরে মুক্তি পেল ছবির সিকুয়েল ‘গদর ২’।
এক সপ্তাহে ‘গদার টু’ আয়ের দিক থেকে অশানুরূপ ফল পেয়েছে। মাত্র ৮ দিনে ‘গদার টু’ বলিউডের সেরা ১০ ছবির তালিকায় চলে এসেছে। এখন পর্যন্ত এই ছবি আয়ের দিক থেকে অষ্টম স্থানে আছে। প্রযোজনা সূত্র বলছে, ছবিটির বর্তমান আয় ৩০৫ কোটি ১৩ লাখ রুপি, বাংলাদেশি মুদ্রায় যা ৪০০ কোটি টাকার বেশি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আমিশা বলেন, ‘আমি সম্পাদনার দায়িত্বে থাকলে কিছু কিছু দৃশ্য অন্যভাবে পরিবেশন করতাম। তাতে ছবি আরও ঝরঝরে লাগত বলে আমার মনে হয়।’
তবে ‘গদর ২’-এর সাফল্যে তিনি যে একেবারেই খুশি নন সেটা নয়। এই অভিনেত্রী জানান, ‘গদর ২’ ছবির মাধ্যমে বলিউডের নিজের যোগ্য জায়গা খুঁজে পেয়ে আমি আপ্লুত।
অনিল শর্মা পরিচালিত ‘গদার টু’ ছবিতে আমিশা প্যাটেল ছাড়াও সানি দেওয়াল, উৎকর্ষ শর্মা, সিমরাত কাউর, মনীষ ওয়াধওয়াসহ আরও অনেকে।
১১ আগস্ট মুক্তি পাওয়ার পর প্রথম সপ্তাহান্তেই বক্স অফিসে ১০০ কোটির গণ্ডি পেরিয়ে গিয়েছিল অনিল শর্মা পরিচালিত ‘গদর ২’। দ্বিতীয় শুক্রবারে এসে ৩০০ কোটির ক্লাবে পা রেখেছেন সানি। বক্স অফিস ব্যবসার নিরিখে শাহরুখ খানের ‘পাঠান’, আমির খানের ‘দঙ্গল’ ও সালমান খানের ‘বজরঙ্গি ভাইজান’-কেও গোল দিয়েছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।