যোগ্যতা নিয়ে প্রশ্ন, রুক্মিণীকে বাদ দিতে বলেছিলেন দেব নিজেই

রুক্মিনী ও দেব

বিনোদন ডেস্ক : স্টার জলসার আসন্ন রিয়েলিটি শো ‘ডান্স ডান্স জুনিয়র’ শুরু হওয়ার আগেই বিতর্কে জড়িয়েছে। মূলত শোয়ের বিচারক এবং নৃত্যগুরুদের তালিকা দেখেই আপত্তি প্রকাশ করেছে দর্শক সহ নেটনাগরিকরাও। আগের বার বিচারকের আসনে ছিলেন ‘ডিস্কো ডান্সার’ মিঠুন চক্রবর্তী। সঙ্গে ছিলেন দেব এবং মনামী ঘোষও।

রুক্মিনী ও দেব

কিন্তু এবারে মিঠুন অনুপস্থিত শোতে। তাঁর জায়গায় এসেছেন রুক্মিনী মৈত্র। আর এতেই ক্ষুব্ধ দর্শকরা। অনেকেই প্রশ্ন করেছেন, রুক্মিনীর যোগ্যতাটা কী যে তিনি একটি নাচের রিয়েলিটি শো তে বিচারক হচ্ছেন? দেবকে অনেক ছবিতেই নাচতে দেখা গিয়েছে, যদিও তিনি নাচের কিছু বোঝেন না। মনামী একজন দক্ষ নৃত্যশিল্পী। কিন্তু রুক্মিনীকে কোনো ছবিতেই নাচতে দেখা যায়নি।

দর্শকদের একাংশ দাবি করেছে, যেহেতু রুক্মিনী দেবের বান্ধবী তাই এই সুযোগ পেয়েছেন তিনি। সম্প্রতি এই প্রশ্নের সম্মুখীন হন দেব নিজেও। মজা করে তিনি বলেন, “আমি নিজেই চ্যানেল কর্তৃপক্ষকে বলেছিলাম ওকে না নিতে”। তারপরেই অবশ্য দেব বলেন, অনেকে ভাবছেন যে রুক্মিনী তাঁর বান্ধবী বলেই এই সুযোগ পেয়েছেন। আসলে তা নয়।

YouTube video player

দেব বলেন, গত দু মাস ধরে চ্যানেল কর্তৃপক্ষের সঙ্গে তাঁর আলোচনা হচ্ছে শোয়ের ব্যাপারে। আর তাঁর মতে, রুক্মিনীই সবথেকে যোগ্য ওই বিচারকের চেয়ারে বসার জন্য। কারণ তিনি একাধারে টলিউড এবং বলিউড দু জায়গাতেই কাজ করছেন।

ঈগল চিতার সামনেই তার বাচ্চাকে নিয়ে উড়ে গেল, দুর্ধর্ষ শিকারের ভিডিও

দেবের এই মন্তব্যের সঙ্গে অবশ্য একেবারেই সহমত নন নেটনাগরিকরা। তারা পালটা প্রশ্ন করেছেন, রুক্মিনীর আগে অন্য টলিউড অভিনেত্রীরাও বলিউডে কাজ করেছেন। তাতে কি বিচারক হওয়ার যোগ্যতা জন্মে যায়? এমন কাউকে চাই যে নাচ বোঝে আর সঠিক মূল্যায়নও করবে, দাবি নেটনাগরিকদের। সেটা রুক্মিনী কতটা পারবেন তা নিয়ে যথেষ্ট সন্দিহান তারা।