জন আব্রাহামের ফাস্ট লুক সামনে আনলেন শাহরুখ

শাহরুখ

বিনোদন ডেস্ক : আর কয়েক সপ্তাহ পরেই আগামী ২৫ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে বলিউড বাদশাহ শাহরুখ খানের সিনেমা ‘পাঠান’। এ সিনেমায় শাহরুখ এবং দীপিকা পাড়ুকোনের ফাস্ট লুক পোস্টার ইতিমধ্যে সামনে এসেছে। টিজারের পাশাপাশি সম্প্রতি পাঠান সিনেমার ‘বেশরকম রং’ নামে একটি গানও প্রকাশ্যে এসেছে।

শাহরুখ

কিন্তু এসবের কোথাও দেখা মেলেনি সিনেমাটির আরেক গুরুত্বপূর্ণ অভিনেতা জন আব্রাহামের। আজ ১৭ ডিসেম্বর জন আব্রাহামের জন্মদিন। বিশেষ এই দিনে পাঠান সিনেমায় এ অভিনেতার ফাস্ট লুক পোস্টার সামনে আনলেন শাহরুখ।

এ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো শাহরুখ-জন আব্রাহামকে একই সঙ্গে দেখা যাবে। এর আগে এই দুই অভিনেতা একে অপরের সিনেমায় অতিথি চরিত্রে হাজির হয়েছিলেন। শাহরুখের ‘কাভি আল বিদা না কেহনা’ সিনেমায় অতিথি চরিত্রে হাজির হয়েছিলেন জন, অপরদিকে জনের ‘কাল’ সিনেমায় অথিতি চরিত্রে দেখা মিলেছিল শাহরুখের।

শনিবার (১৭ ডিসেম্বর) শাহরুখের পোস্ট করা ‘পাঠান’ সিনেমার নতুন পোস্টারে জন আব্রাহামকে পিস্তল হাতে দেখা গেছে। এ সিনেমায় ভিলেনের চরিত্রে রয়েছেন জন। ছবির ক্যাপশনে শাহরুখ লিখেছেন, ‘অন-স্ক্রিন শক্র, অফ-স্ক্রিন বন্ধু। শুভ জন্মদিন প্রিয় জন আব্রাহাম।

জন আব্রাহামের ফাস্ট লুক

ক্যাপশনে শাহরুখ আরো লিখেছেন, ‘আগামী ২৫ জানুয়ারি সিনেমা হলে গিয়ে পাঠান সিনেমায় আমাদের লড়াই দেখুন। মুক্তি পাচ্ছে হিন্দি, তামিল ও তেলেগু ভাষায়।’

অনর্গলভাবে ইংরেজিতে কথা বলছেন রানু মন্ডল

এদিকে গত ১২ ডিসেম্বর ‘পাঠান’ সিনেমার প্রথম গান ‘বেশরম রং’ মুক্তির পর পরই শাহরুখের এই সিনেমা বিতর্কে জড়িয়ে পড়েছে। দীপিকা- শাহরুখ অভিনীত এই গানটি দীপিকার বিকিনি-পরা লুকের কারণে সমালোচনার মুখে পড়েছে। ভক্তরা গানটির প্রশংসা করলেও অনেক রাজনীতিবিদ এবং বলিউড সংশ্লিষ্টরাও গানটির দৃশ্যয়ন ও পোশাক নিয়ে আপত্তি তুলেছেন। এমনকি সিনেমাটি বয়কটের দাবিও তোলা হচ্ছে।