বিনোদন ডেস্ক : সম্প্রতি গুঞ্জন ওঠেছে ভারতের তেলেগু ভাষার সিনেমায় অভিনয় করবেন বলিউড অভিনেতা জন আব্রাহাম। তবে এ বিষয়ে খোলাসা করেছেন এই অভিনেতা। ‘বাহুবলি’ সিনেমাখ্যাত জনপ্রিয় অভিনেতা প্রভাসের পরবর্তী সিনেমা ‘সালার’।
শুরু থেকেই গুঞ্জন— সিনেমায় খল চরিত্রে দেখা যেতে পারে জন আব্রাহামকে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে।
জন বলেন, ‘কখনোই আঞ্চলিক সিনেমা করবো না। আমি হিন্দি সিনেমার হিরো। দ্বিতীয় নায়ক হয়ে সেখানে কোনো সিনেমা কখনোই করবো না। আমি অন্য অভিনয়শিল্পীদের মতো তেলেগু অথবা অন্য কোনো সিনেমায় অভিনয় করতে যাবো না।’
জন আব্রাহাম অভিনীত পরবর্তী সিনেমা ‘অ্যাটাক’। শোনা যাচ্ছে, সিনেমায় তাকে বেশ কিছু অ্যাকশন দৃশ্যে দেখা যাবে যা অতীতে হিন্দি সিনেমায় হয়নি। এতে বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করছেন জ্যাকলিন ফার্নান্দেজ, রাকুল প্রীত সিং। পরিচালনা করেছে লাশ্য রাজ আনন্দ। এছাড়া শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ সিনেমায় দেখা যাবে জনকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।