সাংবাদিকদের কটাক্ষ করা নিয়ে মুখ খুললেন জন

জন আব্রাহাম

বিনোদন ডেস্ক : কয়েকদিন আগে ‘অ্যাটাক’ ছবির দিল্লি প্রমোশনে মেজাজ হারান বলিউড নায়ক জন আব্রাহাম। যেখানে কয়েকজন সাংবাদিককে তিনি কটাক্ষ করে কথা বলেন, মাথা মোটাও বলেন। সম্প্রতি এই নিয়ে ‘ইন্ডিয়ান এক্সপ্রেস ডটকম’কে দেওয়া সাক্ষাৎকারে পুরো দোষই দিলেন ওই সাংবাদিকদের। বলেন, কেউ বোকা বোকা প্রশ্ন করলে তার ভিষণ রাগ হয়।

জন আব্রাহাম

‘অ্যাটাক’-এর প্রমোশনের জন্য আয়োজিত এ সংবাদ সম্মেলনে জনকে এক সাংবাদিক জিজ্ঞাসা করেছিলেন, ‘এটা একটু বাড়াবাড়ি নয় যে আপনি ছবিতে একা ২০০ জনের সঙ্গে মারপিট করেন। হাত দিয়ে বাইক তুলে ছুঁড়ে ফেলে দেন?’ এতে জন আব্রাহাম ব্যাঙ্গাত্মক ভাবে ‘ক্ষমা’ চান ওই সাংবাদিকের কাছে। তারপর ঘুরে পাশের কো-স্টারকে বলেন, ‘বেচারা, মনে হয় একটু ফ্রাস্ট্রেটেড।’

আরেক সাংবাদিকের প্রশ্নের উত্তরে জনকে বলতে শোনা যায়, ‘কিছু পাগলের প্রলাপের উত্তর দেওয়ার জন্য আমি মাথা ঠিক রাখার চেষ্টা করছি। সরি স্যার, আপনি মনে হয় নিজের মাথা বাড়িতে ছেড়ে এসেছেন।’ এছাড়া বলিউডে আলোচিত ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবি নিয়ে এক সাংবাদিক প্রশ্ন করলে তার উপরেই রেগে যান জন।

ইন্ডিয়ান এক্সপ্রেস ডটকমকে দেওয়া ওই সাক্ষাৎকারে সেদিনের কাজের কৈফিয়ত দিয়ে জন বলেন, ‘আমি সবাইকে এক করছি না, কিন্তু আপনারা সাংবাদিকরা এমন সব বোকা বোকা প্রশ্ন করেন, যার কোনো ভিত্তিই নেই। আমি বুঝি আমরা সকলেই মানুষ। তবে কখনও কখনও এই সব বোকা প্রশ্ন শুনলে মাথা ঠিক রাখতে পারি না।’

২৬ বছর বয়সেই ৫টি শহরে বাড়ি, কোটি কোটি টাকার সম্পত্তির মালিক রাশমিকা

জন আরও জানান, পরে তিনি প্রেসের সঙ্গে কথা বলে ব্যাপারটা মিটিয়ে নিয়েছেন। বলেছিলেন, এরকম কথা কাটাকাটি যেন তার ছবির প্রচারে কোনো বাধা না ফেলে। তিনি বলেন, ‘সিনেমার প্রচারের ক্ষেত্রে সংবাদমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই তাদের ছবির ব্যাপারে জানানোও খুব দরকার।

অভিনেতার মতে, ‘বিজ্ঞাপন আর প্রচারের মাধ্যমে সিনেমার কথা মানুষ হয়তো জানতেই পারে, তবে সংবাদমাধ্যম সেটাকে আলাদা মাত্রা দেয়। সঙ্গে একটা ছবির আসল প্রমোশন হল ছবিটাই। ভালো হলে চলবে, খারাপ হলে ধসে যাবে।’