বক্স অফিসে ঝড় তুলতে আসছে ‘জোকার ২’

জোকার ২

বিনোদন ডেস্ক: হলিউডের নির্মাতা টড ফিলিপস পরিচালিত আলোচিত সিনেমা ‘জোকার’। তিন বছর আগে মুক্তি পাওয়া ছবিটির এবার দ্বিতীয় কিস্তি মুক্তি পাচ্ছে। তিন বছর পর এমন ঘোষণাই দিলেন পরিচালক।

লাল মলাটে বাঁধা সিনেমার চিত্রনাট্যের ছবি বুধবার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ফিলিপস; সিনেমার নাম নির্ধারণ করা হয়েছে, ‘জোকার ২: ফোলি আ দ্যুঁ’।

২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘জোকার’ সিনেমায় গোথাম শহরের এক ব্যর্থ কমেডিয়ানের চরিত্রে অভিনয় করে অস্কার জিতেছিলেন ওয়াকিন ফিনিক্স।
জোকার ২
ফিনিক্সের একটি ছবিও পোস্ট করেছেন পরিচালক; যাতে আয়েশী ভঙ্গিতে জোকার সিনেমার সিক্যুয়েল পড়তে দেখা গেছে তাকে। সিক্যুয়েলের গল্প কিংবা ফিনিক্সের চরিত্র নিয়ে এখনো কিছু জানা যায়নি।

টড ফিলিপসের সঙ্গে যৌথভাবে সিনেমাটি লিখেছেন স্কট সিলভার। ওয়াকিন ফিনিক্স হলেন ডিসি কমিকস্ সিরিজের সবচেয়ে ভয়ংকর সুপার ভিলেন চরিত্রের রূপদানকারী। ‘দ্য ব্যাটম্যান’ সিনেমার প্রতিশোধ পরায়ন তুখোড় খলনায়ক ছিলেন তিনি।

‘জোকার’ ডিসি কমিকস ইউনিভার্সের অংশ হলেও এতে ব্যাটম্যান বা অন্য কোনো সুপারহিরোকে যুক্ত করা হয়নি। গল্প আবর্তিত হয়েছে শুধু জোকারকে কেন্দ্র করে।

১২ বছর পর আবারো একসঙ্গে রজনীকান্ত-ঐশ্বরিয়া