বিনোদন ডেস্ক : দীর্ঘ সাত বছর পর পরিচালনায় ফিরেছেন করণ জোহর। ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে আলিয়া ভাট ও রণবীর সিংকে দিয়ে আবারও নিজের রোমান্টিক জাদু দেখালেন এই পরিচালক। মুক্তি পেয়েছে বলিউডের প্রত্যাশিত চলচ্চিত্রটি। আর মুক্তির পর সিনেমাটি বেশ সাড়া ফেলেছে বক্স অফিসে।
প্রথম দিনে বক্স অফিসে ১১.১০ কোটি আয়ের পর দ্বিতীয় দিনে সিনেমাটি আয় করেছে ১৬.০৫ কোটি। তৃতীয় দিন রবিবার আয় করে নিয়েছে ১৯.০৫ কোটি। তিন দিনে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৪৬.৬৫ কোটি রুপি।
এদিকে চমৎকার কাহিনি, দুর্দান্ত অভিনয় এবং শক্তিশালী নির্মাণশৈলীর কারণে দর্শকদের কাছে বেশ পজিটিভ রিভিউ পাচ্ছে সিনেমাটি।
ভক্তরা আলিয়া-রণবীর জুটির মধ্যে অন-স্ক্রিন রসায়নের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন এবং মনে হচ্ছে তাদের প্রত্যাশা পূরণ হয়েছে বলেই জানা যাচ্ছে। এ ছাড়া সিনেমায় অন্যান্য প্রধান অভিনেতার দুর্দান্ত অভিনয় দর্শকদের সঙ্গে ছন্দ মেলাতে সক্ষম হয়েছে। তবে প্রশংসিত হচ্ছে করণ জোহরের পরিচালনা। দীর্ঘদিন পর ক্যামেরার পেছনে এসেই নিজের চিরাচরিত জাদু দেখালেন এই নির্মাতা।
‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘কাভি আলিবিদা না কেহেনা’র মতো কালজয়ী ফ্যামিলি ড্রামা নির্মাণ করা করণ জোহর আবারও ফিরলেন নিজের পুরনো ছন্দে। সামাজিক যোগাযোগ মাধ্যমে করণের প্রশংসায় পঞ্চমুখ ভক্ত-অনুরাগী থেকে সমালোচকরা। কারো কারো মতে, করণ এই দশকের সেরা একটি ফ্যামিলি ড্রামা উপহার দিয়েছেন। কারো মতে, করণের পরিচালনা ছিল প্রত্যাশার চেয়েও বেশি শক্তিশালী। বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ সিনেমাটির প্রশংসা করে জানিয়েছেন, ‘এটি বারবার দেখার মতোই চলচ্চিত্র।
যারা বলছেন সিনেমাটি ভালো হয়নি, তাদের হলে গিয়ে দেখা উচিত। করণ নিজের সেরা কাজ দেখিয়েছেন।’ ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং ও আলিয়া ভাট। এ ছাড়া সিনেমাটিতে আরো রয়েছেন শাবনা আজমী, ধর্মেন্দ্র, জয়া বচ্চন, টোটা রায়চৌধুরী, চূর্ণী গঙ্গোপাধ্যায়ের মতো তারকা। পাঞ্জাবি ছেলে রকি ও বাঙালি কন্যা রানির প্রেমের গল্প উঠে এসেছে এতে।
শিক্ষিত, সংস্কৃতিমান বাঙালি পরিবারের সাংবাদিক মেয়ে রানি, অন্যদিকে বেশি পড়াশোনা না জানা, ফিটনেসপাগল, ধনী পরিবারের ছেলে রকি। দুই ভিন্ন সংস্কৃতি এবং ভিন্ন মেরুর মানুষ পরস্পরের প্রেমে কিভাবে পড়বে এবং শেষ পর্যন্ত তাদের প্রেম পূর্ণতা পাবে কি না, সেই গল্পে এগিয়েছে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।