বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায়ের বিরুদ্ধে জমির খাজনা না দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভারতের মহারাষ্ট্র রাজ্যের নাসিক জেলার সিন্নার তহসিল অফিস থেকে অভিনেত্রীকে নোটিশ পাঠানো হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিবেদনের খবরে বলা হয়েছে, নাসিকের সিন্নার এলাকার ঠানগাওয়ের আদিওয়াড়িতে ঐশ্বরিয়ার জমি রয়েছে। কিন্তু প্রায় এক বছর ধরে জমির খাজনা দেননি তিনি। বারবার বিষয়টি তাকে জানিয়েও কোনো লাভ হয়নি। সেই কারণেই সিন্নার তহসিল অফিসের পক্ষ থেকে নোটিশ পাঠানো হয়েছে।
খাজনা বাবদ ঐশ্বরিয়ার নাকি ২১ হাজার ৯৬০ রুপি বাকি রয়েছে। এই খাজনা না দিলে তার বিরুদ্ধে মহারাষ্ট্র ল্যান্ড রেভনিউ অ্যাক্ট, ১৯৬৮ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে।
এশিয়ার সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ খান, বিশ্বে চতুর্থ! কত সম্পদ তার?
এর আগে পানামা কেলেঙ্কারি মামলায় ঐশ্বরিয়ার নাম জড়িয়েছিল। ওই ঘটনায় ইডির দপ্তরে হাজিরা দিতে হয় বচ্চন পরিবারের পুত্রবধূকে। প্রায় পাঁচ ঘণ্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।