ঝমকালো আয়োজনে বেবি ডল খ্যাত গায়িকার বিয়ে

কণিকা কাপুর

বিনোদন ডেস্ক : বিয়ে করেছেন বলিউডের ‌‘বেবি ডল’ খ্যাত গায়িকা কণিকা কাপুর। শুক্রবার লন্ডনে ব্যবসায়ী গৌতমের সঙ্গে সাত পাকে ঘুরেছেন কনিকা। লন্ডনেই আয়োজন করা হয়েছিল প্রি-ওয়েডিংয়ের সব অনুষ্ঠান। মেহেন্দি-সংগীতে হাসিখুশি কণিকা সকলের নজর কেড়েছেন।

কণিকা কাপুর

ক্রিম রঙের পাঞ্জাবি পরেছিলেন গৌতম। মাথায় পাগড়ি। আর কণিকা পরেছিলেন পিচ পিঙ্ক রঙের লেহেঙ্গা। সঙ্গে ছিল ভারি গয়না।

এটি কনিকার দ্বিতীয় বিয়ে। অনুষ্ঠানে তার তিন সন্তানই উপস্থিত ছিলেন। এছাড়া ছিলেন কণিকা ও গৌতমের পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুরাও।

হিন্দি ছবিতে সিয়ামকে বাছাইয়ের কারণ

১৯৯৮ সালে প্রবাসী ব্যবসায়ী রাজ চন্দককে বিয়ে করেছিলেন কণিকা। রাজ ও কণিকার তিন সন্তান। ২০১২ সালে প্রাক্তন স্বামী রাজের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় কণিকার।