যমজ সন্তানের জন্ম, পুত্র হারানোর কঠিন সময়ের বর্ণনা দিলেন সেলিনা জেটলি

সেলিনা জেটলি

বিনোদন ডেস্ক : প্রাক্তন মিস ইন্ডিয়া, বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি। ২০১৭ সালে দ্বিতীয়বার যমজ পুত্রসন্তানের জন্ম দেন তিনি। কিন্তু হার্টের সমস্যাজনিত কারণে পুত্র শমসেরকে বাঁচাতে পারেননি। তারপর কেটে গেছে কয়ক বছর। সন্তান হারানোর বেদনামাখা দিনগুলো নিয়ে মুখ খুলেছেন এই অভিনেত্রী।

সেলিনা জেটলি

বুধবার (১৯ জুলাই) ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেন সেলিনা জেটলি। একটি ছবিতে পুত্র শমসেরকে বুকে জড়িয়ে ধরে আছেন তিনি। আর এসব ছবির ক্যাপশনে নানা অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন এই অভিনেত্রী।

লেখার শুরুতে সেলিনা জেটলি বলেন— ‘জীবনের এই পর্বের সঙ্গে মানিয়ে নিতে আমার পাঁচ বছর লেগেছে। অবশেষে সেই সময়ের কথা বলার মতো সাহস জোগাড় করতে পেরেছি আমি আর পিটার। আমাদের সন্তানের প্রিটার্মে জন্ম এবং একজনকে হারানোর আঘাত মোকাবিলা করা সহজ ছিল না। তবে আমরা চাই আমাদের মতো মা-বাবারা জানুক তাদের সঙ্গেও এমনটা হতে পারে। ব্যক্তিগত অভিজ্ঞতায় আমরা দুজনেই নিশ্চিত করতে পারি যে, প্রিম্যাচিউর বেবি বিশ্বাস এবং প্রার্থনার শক্তি এবং মানুষের লড়াই করার ক্ষমতা শিখিয়ে যায়। মনে রাখবেন, বেশিরভাগ প্রিম্যাচিউর বেবি বেঁচে যায় এবং সম্পূর্ণ স্বাভাবিক, সুস্থ জীবনযাপন করে।’

প্রিম্যাচিউর সন্তান জন্ম দেওয়ার কারণ ব্যাখ্যা করে সেলিনা জেটলি বলেন, ‘গর্ভাবস্থার ৩৭ সপ্তাহ পূর্ণ হওয়ার আগে জীবিত জন্ম নেওয়া শিশুকে প্রিটার্ম বলে সংজ্ঞায়িত করা হয়। আমাদের দ্বিতীয় যমজ গর্ভাবস্থা ছিল তেতোমিষ্টি। কারণ বেবি শমশেরের হার্ট দূর্বল ছিল (আমার বাবা হঠাৎ মারা যান। যার কারণে আমাকে ৩২ সপ্তাহ চলাকালে সন্তানের জন্ম হয়)। পিটার এবং আমার জন্য এটি খুব কঠিন সময় ছিল। কিন্তু লক্ষাধিকবার কাঁদার পর এই ছবিতে আমরা হাসলাম। আমরা আর্থারের স্মৃতি ধরে রাখতে হাসলাম। যে জন্মের পর ৩ মাস এনআইসিইউতে ছিল।’

এনআইসিইউ-এর অভিজ্ঞতা জানিয়ে সেলিনা জেটলি বলেন, ‘এটি একটি অদ্ভুত এবং কঠিন পরিবেশ। আমাদের অভিজ্ঞতা থেকে বলছি, জীবনে ভালো-খারাপ উভয় দিনই থাকবে। তা মেনে নিয়েই আপনাকে চ্যালেঞ্জিং দিনগুলোর জন্য মনকে প্রস্তুত রাখতে হবে। সবার জন্য এই অপশন নাও থাকতে পারে। তবে আমি আর পিটার শামসেরকে হারানোর পর কয়েক মাসের জন্য দুবাইয়ের সেই হাসপাতালে চলে যাই, যেখানে আর্থার ছিল। হতাশা, তীব্র দুঃখ, চিন্তা, অপরাধবোধ, ক্রোধ, ভালোবাসার অনুভূতিসহ নানা আবেগ সেই সময় আমাদের মনে ঘোরাফেরা করত। দিনগুলো খুব কঠিন ছিল।’

নুডলসের সিদ্ধ পানি ফেলে না দিয়ে এই কাজে ব্যবহার করুন

২০১১ সালে হোটেল ব্যবসায়ী পিটার হাগকে বিয়ে করেন তিনি। ২০১২ সালে প্রথম যমজ সন্তানের জন্ম দেন এ অভিনেত্রী। সন্তানদের নাম রাখেন উইন্সটন এবং ভিরাজ। ২০১৭ সালে ফের যজম সন্তান জন্ম দেন সেলিনা। সন্তানদের নাম রাখেন আর্থার ও শমসের।