জঙ্গি আস্তানা ঘিরে রেখেছে পুলিশ

police

জুমবাংলা ডেস্ক : জঙ্গি আস্তানা সন্দেহে নেত্রকোনা সদর উপজেলার কাইলাটী ইউনিয়নের ভাসাপাড়া গ্রামের একটি বাড়িকে ঘিরে রেখেছে পুলিশ। বাড়ির ভিতরে বোমা থাকতে পারে এমন সন্দেহে ময়মনসিংহ থেকে বোমা ডিস্পোজাল টিম আনা হয়েছে।

police

শনিবার (৮ জুন) দুপুরে ওই বাড়িতে প্রাথমিক তল্লাশি চালিয়েছে পুলিশ। এসময় একটি ভারতীয় পিস্তল ও ১৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করা হয়নি।

স্থানীয় লোকজন বলেন, পুলিশ আসার খবর পেয়ে জঙ্গিরা হয়তো পালিয়ে গেছে।

নেত্রকোনার পুলিশ সুপার ফয়েজ আহমেদ জানান, বাড়িটির মালিক হচ্ছেন অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার ড. আব্দুল মান্নান। তার বাড়ি নেত্রকোনার আটপাড়া উপজেলার স্বরমশিয়া ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে। তবে তিনি গাজীপুরে থাকেন। দুই বছর আগে আরিফ নামের এক ব্যাক্তিকে এ বাড়িটি ভাড়া দেওয়া হয়। তবে তাকে সেখানে পাওয়া যায়নি।

মোটরসাইকেল চালকদের জন্য বিশাল সুখবর

তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে প্রাথমিক অভিযান চালিয়েে এই বাড়ি থেকে পিস্তল-গুলিসহ জঙ্গি প্রশিক্ষণের বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। নিরাপত্তার জন্য এখনও চূড়ান্ত অভিযান চালানো হয়নি। ইতিমধ্যেই পুলিশের কাউন্টার এন্টিটরোরিজম ইউনিট ও বোম ডিস্পোজাল টিমকে খবর দেওয়া হয়েছে। শিগগরিই চূড়ান্ত অভিযান পরিচালনা করা হবে।