বিনোদন ডেস্ক : ঈদুল ফিতরের ৯ দিন পরও প্রেক্ষাগৃহে হাউজফুল চলছে নির্মাতা এম রহিমের সিনেমা ‘জংলি’। দর্শক চাহিদা থাকায় প্রেক্ষাগৃহে দ্বিগুণ শো বাড়ানো হয়েছে সিনেমাটির।
দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহ ঘুরে জানা যায়, প্রেক্ষাগৃহে সাড়া ফেলেছে ‘জংলি’। দর্শকরা সামাজিক এ সিনেমাটি পছন্দ করেছে।
সিনেমা দেখে দর্শক বলছেন, ‘জংলি’ সিনেমা থেকে অনেক কিছু শেখার আছে। শিশুদের শ্লীলতাহানির বিষয়টি সিনেমায় তুলে ধরা হয়েছে। সবারই এ সিনেমা হলে এসে দেখা উচিত।
দর্শক চাহিদা থাকার পরও প্রেক্ষাগৃহে শো না থাকায় সিনেমা না দেখে ক্ষোভ প্রকাশ করে বাড়ি ফিরে গেছে অনেক দর্শক। বিষয়টি বেশ আলোচনার সৃষ্টি করলে স্টার সিনেপ্লেক্সে জংলির শো বাড়ানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির প্রযোজনা সংস্থা টাইগার মিডিয়ার কর্ণধার জাহিদ হাসান অভি।
তিনি বলেন, বরবাদ ও দাগির কারণে জংলির শো-এর পরিমাণ কম ছিল। সব টিকিট বিক্রি হয়ে গেলেও শো বাড়ানো হচ্ছিল না। কিন্তু দর্শক চাহিদার কারণে এক সপ্তাহের মাথায় এসে কেবল স্টার সিনেপ্লেক্সেই জংলির শো দ্বিগুন করা হয়েছে।
অভি আরও বলেন, জংলি লম্বা রেসের ঘোড়া। পরিবারের সব সদস্যদের নিয়ে দেখার মত ছবি। আমার বিশ্বাস দিনকে দিন এটির শো আরও বাড়বে।কারণ যে ছবি পরিবারের দর্শক টানতে পারে, সে ছবিগুলোই লং রানে সাফল্য পাবে।
স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়, ঈদের দিন জংলির সাতটি শো ছিল। দ্বিতীয় দিনে তা বেড়ে হয় ৯টি। চতুর্থদিনে সেটা কমিয়ে শো দেয়া হয় মাত্র ৬টি।
কিন্তু অষ্টম দিনে এসে শো বাড়তে শুরু করে। শোয়ের সংখ্যা হয় ৮টি। নবম দিনে এসে সিনেমাটির শো দেয়া হয় ১৪টি। যা মুক্তির দিনের সংখ্যার দ্বিগুণ!
টাইগার মিডিয়া প্রযোজিত ‘জংলি’ সিনেমার গল্প লিখেছেন আজাদ খান। যৌথভাবে চিত্রনাট্য করেছেন মেহেদী হাসান মুন ও কলকাতার সুকৃতি সাহা। সিনেমায় গানের সুর ও সংগীত আয়োজনের দায়িত্ব পালন করেছেন প্রিন্স মাহমুদ।
‘জংলি’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। এ সিনেমায় অভিনেতা একাধিক লুকে দর্শকদের সামনে হাজির হন তিনি। সিনেমায় সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি ও শবনম বুবলী। শিশু শিল্পী চরিত্রে অভিনয় করেছেন নৈঋতা। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।