বিনোদন ডেস্ক : জনি ডেপের নামে আপিল করেছেন অভিনেতার প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ড। চলতি মাসের শুরুতে ভার্জিনিয়া আদালতে আপিল করেছেন অ্যাম্বার। জানা গেছে, অ্যাম্বার তার বেশিরভাগ আইনজীবীই বদলে ফেলেছেন। নতুন টিম নিয়ে জনির বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন অভিনেত্রী।
আপিলে অ্যাম্বার অভিযোগ করেছেন, বিচারকালীন তার নির্যাতিত হওয়ার বেশ কিছু প্রমাণ গ্রহণ করা হয়নি। অ্যাম্বারের মতে, তার এই পদক্ষেপ যেসব নারীরা ক্ষমতাধর পুরুষের কাছে নির্যাতনের শিকার হয়েছেন কিন্তু মুখ খুলতে পারছেন না, তাদের অনুপ্রেরণা জোগাবে।
ছয় মাস আগে সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে করা মানহানির মামলায় জিতেছিলেন জনি ডেপ। চলতি বছরের ১ জুন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার আদালত এ মামলায় রায় দিয়েছিলেন।
২০১৭ সালে এই দুই তারকার বিচ্ছেদ হয়। তার পরের বছরই জনি ডেপের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেন হার্ড। এরপরই সাবেক স্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেন জনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।