বিনোদন ডেস্ক : বলিউডের হার্টথ্রব অভিনেতা রণবীর সিং নানা বিষয়ে আলোচনায় থাকেন। এবার একটু ভিন্ন লুকে অন্যরকম বার্তা নিয়ে হাজির হলেন ক্যামেরার সামনে। সঙ্গে ছিলেন বিখ্যাত পর্নস্টার জনি সিনস।
রণবীর সিং নতুন বিজ্ঞাপনে যুক্ত হলেন জনি সিনসের সঙ্গে। বিজ্ঞাপনটি দেখে মনে হবে কোনো সিনেমা। বিজ্ঞাপনটি শুরু হয় যৌথ পরিবারের ঝগড়া দিয়ে। তারপর হাজির হন রণবীর সিং। জনি সিনস আর রণবীরকে দেখা যায় পঞ্জাবি পায়জামাতে।
Hahahahahaha… this is a brilliant way to use a celebrity in an ad 😂 Not only does not use Ranveer Singh (and Johnny Sins – 'Google' him!) in a totally unexpected (and hilarious) way using the much-derided Indian TV series trope, but it also makes the product category far more… pic.twitter.com/ULWLcEsgAJ
— Karthik 🇮🇳 (@beastoftraal) February 12, 2024
শুরুতে দেখা যায়, রণবীর সিংয়ের ভাইয়ের বউ বাড়ি থেকে বেরিয়ে যায় ভাইয়ের যৌ* সমস্যার জন্য। এসব নিয়ে মুখ খোলায় বাড়ির গুরুজনেরা তার ওপর ক্ষিপ্ত হন। এরপর তিনি দোতলা থেকে পড়ে যান। সেসময় রণবীর তার ভাইকে (জনি সিনস) একটি প্যাকেট দেন। এটি পেয়ে ভাইয়ের বউ খুশিমনে থেকে যান।
বোল্ড কেয়ার নামে একটি প্রোডাক্টের বিজ্ঞাপন করেছেন তিনি। এটির কার্যকারিতা সম্পর্কে তিনি বিজ্ঞাপনে বিস্তারিত জানান। তবে অনেকে কটু মন্তব্য করেছেন নায়কের বিরুদ্ধে।
‘টিপ টিপ বর্ষা পানি’, গানে উদ্দাম ড্যান্স দিয়ে ঝড় তুললো যুবতী
এটি দেখে নেটিজেনরা অনেকে অনেক রকম মন্তব্য করেছেন। অনেকে বলেছেন রণবীর সিংকে এমন অভিনয়ে একেবারেই বেমানান লাগে। এভাবেও যে পণ্যের প্রচার করা যায় সেটা অকল্পনীয়। এরইমধ্যে ভিডিওটি ১৩ লাখের বেশিবার দেখা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।