আন্তর্জাতিক ডেস্ক : জনসম্মুখে প্রস্রাব করতে বাধা দেয়ার অভিযোগে এক যুবককে বেদম পেটানো হয়েছে। ভারতের দিল্লিতে এ ঘটনা ঘটে। শুক্রবার (৪ অক্টোবর) মডেল টাউনে ঘটা এ দৃশ্যের ভিডিও ফুটেজ সিসিটিভির ক্যামেরায় ধরা পড়ে। পরে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর এনডিটিভি
সিসিটিভির ভিডিও ফুটেজে দেখা গেছে, অভিযুক্ত ব্যক্তি তার আরও দুই বন্ধুকে বাইকে করে নিয়ে এসে নির্দিষ্ট একটি দূরত্বে বাইকটি রেখে, রাস্তার পাশে ঘুমিয়ে থাকা এক ব্যক্তিকে বেদরক পেটাতে থাকে।
২০ সেকেন্ড পেটানোর পর কিছু দূর চলে যাওয়ার পর আবার ফিরে এসে তাকে পেটানো হয়। এরপর সে ওই বাইকে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পুলিশ সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। অভিযুক্ত ওই যুবকের নাম আরিয়ান এবং সে বিভিন্ন বাসাবাড়িতে কর্মচারী হিসেবে কাজ করেন।
গত বৃহস্পতিবার রাম্ফাল নামের এক যুবক আরিয়ানকে প্রকাশ্যে পার্কের মধ্যে প্রস্রাব করতে নিষেধ করেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।
এ ঘটনার একদিন পর আরিয়ান দলবল নিয়ে এসে রাম্ফালকে বেদরক মারধর করে। পুলিশ আরিয়ানকে গ্রেপ্তার করলেও পরে ছেড়ে দেয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।