স্বীকৃত টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বল খেলে ১০ ছক্কা হাঁকানোর অবিশ্বাস্য এক কীর্তিতে নাম লিখিয়েছেন ইংল্যান্ডের জর্ডান কক্স। ঘরোয়া টুর্নামেন্ট দ্য হানড্রেডে ওভাল ইনভিনসিবলসের হয়ে এই রেকর্ড গড়েছেন তিনি।
এই কীর্তিতে কক্সের সঙ্গী ভারতের অভিষেক শর্মা। ২০২৪ সালে ঘরোয়া টি-টোয়েন্টিতে পাঞ্জাবের হয়ে মেঘালয়ের বিপক্ষে ২৯ বলে ১১ ছক্কা হাঁকিয়েছিলেন ভারতের এই বিস্ফোরক ব্যাটার।
ওয়েলস ফায়ারের বিপক্ষে এদিন ২৯ বলে ৮৬ রানের অপরাজিত ইনিংস খেলেছেন কক্স। তার ইনিংসে ছিল ১০টি ছক্কা ও ৩টি চারের মার।
ইনিংসের প্রথম দুই বল ডট দেওয়ার পর তৃতীয় বলে প্রথম রানের দেখা পান কক্স। প্রথম আট বলে তার ব্যাটে আসে ৮ রান। এরপরই তাণ্ডবের শুরু। পরের ২১ বলে ১০টি ছক্কা আর ২টি চার হাঁকান কক্স। ১০ ছক্কা হাঁকিয়ে ব্যক্তিগত রেকর্ডও গড়েছেন তিনি। দ্য হানড্রেডের এক ইনিংসে এটি যৌথভাবে সর্বোচ্চ ছক্কা।
২০২১ সালে হেডিংলিতে সুপারচার্জারসের বিপক্ষে লিয়াম লিভিংস্টোনের ৯২ রানের ইনিংসেও ছিল ১০ ছক্কা। বার্মিংহাম ফনিক্সের হয়ে খেলা লিভিংস্টোন অবশ্য বল খেলেছেন ৪০টি।
কক্সের এমন বিধ্বংসী ব্যাটিংয়ের দিনে রেকর্ড গড়েছে ওভাল ইনভিনসিবলসও। নির্ধারিত ১০০ বলে তাদের করা ৪ উইকেটে ২২৬ রান হানড্রেডের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। আগের রেকর্ড ছিল ২০২২ সালে ম্যানচেস্টার অরিজিনালসের করা ২০৮ রান।
রান তাড়ায় নেমে ওয়েলস ফায়ার ১৪৩ রানে থামলে ৮৩ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে কক্সের দল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।