জড়িয়ে ধরে কিশোরের চু’ম্ব’ন, ঈদে মুক্তি পাচ্ছে সেই নায়িকার ছবি

শিরিন শিলা

বিনোদন ডেস্ক : ঈদে মুক্তির মিছিলে যুক্ত হলো নতুন সিনেমা। নাম ‘জিম্মি। এ সিনেমায় শিরিন শিলার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন মনোয়ার হোসেন ডিপজল। সম্প্রতি শিরিন শিলা আলোচিত হয়েছিলেন এক ছিন্নমূল কিশোরের চু”মু দেওয়ার ঘটনায়।

শিরিন শিলা

সিনেমাটি ডিপজলের প্রযোজনা সংস্থা থেকে তৈরি হয়েছে। পরিচালনা করেছেন মনতাজুর রহমান আকবর। এরই মধ্যে সিনেমাটির ট্রেইলার প্রকাশ হয়েছে।

শিরিন শিলা বলেন, “মনতাজুর রহমান আকবর স্যারের পরিচালনায় ‘জিম্মি’ সিনেমাতে অভিনয় করা আমার জন্য এক অনন্য অভিজ্ঞতা।

কারণ এ সিনেমায় আমি অ্যাকশন দৃশ্যেও অংশ নিয়েছি। এ জন্য আমাকে বেশ পরিশ্রম করতে হয়েছে। ডিপজল ভাইও আমাকে অভিনয় করার ক্ষেত্রে ভীষণ সহযোগিতা করেছেন। সব মিলিয়ে এতে অভিনয় করা আমার জন্য নতুন এক অভিজ্ঞতা ছিল।
ট্রেইলার প্রকাশের পর অনেকেই প্রশংসা করছেন। আমিও অনুপ্রাণিত হচ্ছি। আশা করছি দর্শকরা পছন্দ করবেন।”

কিছুদিন আগে শিরিন শিলা ও এক ছিন্নমূল কিশোরের ভাইরাল ভিডিও সম্পর্কে নেটপাড়া সরগরম হয়ে যায়। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শুটিং করছিলেন অভিনেত্রী শিরিন শিলা।

প্রেমিকের জন্মদিনের পার্টিতে নেচে নজর কেড়েছেন মালাইকা

এ সময় এক ছিন্নমূল কিশোর এগিয়ে আসে, শিরিন শিলাকে জড়িয়ে ধরে। নেহাত শিশু ভেবেই অভিনেত্রী তাকে বুকে স্থান দেন, জড়িয়ে ধরেন। ভিডিওতে আরো দেখা যায়, একসময় শিরিন শিলাকে ‘আমাকে নিয়ে যাও, আমি পড়াশোনা করব’ বলেই ওই কিশোর তাকে আবার জড়িয়ে ধরে। শেষদিকে কিশোরটি শিরিন শিলার গালে চুম্বন দেয়।