জটিল প্রেম ছিল জন ও বিপাশার, রোনালদোর এক চু’মুতে ভেঙে যায়

জন ও বিপাশার

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী বিপাশা বসু এবং পর্তুগিজ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর কিছু পুরনো ছবি হঠাৎই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেসব ছবির একটিতে দেখা গেছে, বিপাশাকে জড়িয়ে ধরে চু’মু খাচ্ছেন বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা রোনালদো।

জন ও বিপাশার

নেটিজেনদের অনেকের মন্তব্য, তারা এই ছবি আগে দেখেননি।

২০০৭ সালে বিশ্বের নতুন সপ্তম আশ্চর্যের তালিকা ঘোষণার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশ পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠানটি ওই বছরের ৭ জুলাই আয়োজন করা হয়।

একটি বেসরকারি সংস্থা এই উদ্যোগ নেয়। বলিউডে তখন বিপাশা সুপারহিট নায়িকা। ফলে ভারত থেকে ওই অনুষ্ঠানের আমন্ত্রণ পান তিনিই।

আনুষ্ঠান মঞ্চে রোনালদোর সঙ্গে আকর্ষণীয় পোশাকে দেখা যায় বিপাশাকে। সম্ভবত অনুষ্ঠান শেষের পার্টিতে বিপাশা ও রোনাল্ডো একসঙ্গে কিছুক্ষণ সময় কাটান। সেখানেই তাদের চু’মুর দৃশ্য ক্যামেরাবন্দি হয়। পরে তা বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ঠিক ওই সময় বিপাশার সঙ্গে অভিনেতা জন আব্রাহামের জটিল প্রেম। কিন্তু রোনালদোর সঙ্গে চু’মুর ওই দৃশ্য প্রকাশ হওয়ার পর জনের সঙ্গে বিপাশার সম্পর্ক ভেঙে যায় বলে গুঞ্জন। যদিও এই বিষয়ে দুই তারকা কখনো মুখ খোলেননি।

দুধ সাদা গাউনে উন্মুক্ত ক্লিভেজ, এই বয়সেও ঝড় তুললেন কাজল

রোনালদো-বিপাশার ২০০৭ সালের সেই চু’মুর দৃশ্য নেটিজেনদের অনেকেই দেখেননি। কারণ, সে সময় সোশ্যাল মিডিয়ার এত রমরমা ছিল না। ফলে পুরনো সেই ছবি নতুন করে সামনে আসতেই নেটিজেনদের হাত ধরে মুহূর্তেই তা ভাইরাল।