বিনোদন ডেস্ক : হিন্দি টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা মোহাম্মদ নাজিম খিলজি। ‘সাথ নিভানা সাথিয়া’ ধারাবাহিকে আহেম মোদি চরিত্রে অভিনয় করে নজর কাড়েন তিনি।
ব্যক্তিগত জীবনে প্রখ্যাত জ্যোতিষী ও ট্যারোট কার্ড রিডার শাইনা শেঠের সঙ্গে সম্পর্কে ছিলেন নাজিম। দীর্ঘ ৮ বছর চুটিয়ে প্রেম করার পর বিয়ের সিদ্ধান্ত নেন তারা। পরিকল্পনা করেছিলেন, ২০২০ সালে বিয়ের পিঁড়িতে বসার। কিন্তু জ্যোতিষী প্রেমিকার সঙ্গে ভেঙে গেছে আজিমের সেই প্রেম।
এদিকে জোর গুঞ্জন উড়ছে, জ্যোতিষী প্রেমিকা ছেড়ে নায়িকার প্রেমে মজেছেন নাজিম। প্রেমিকার নাম ফারাহ কাদের। তিনি মারাঠি সিনেমার অভিনেত্রী।
একটি সূত্র বলিউড শাদি ডটকমকে বলেন— ‘গত এক বছর ধরে সম্পর্কে রয়েছেন ফারাহ-নাজিম। এ সম্পর্কের বিষয়ে তারা খুবই সিরিয়াস। কারণ তারা বিয়ে করতে চান। তবে ফারাহ এ সম্পর্কের কথা এখনই জানাতে নারাজ। তার ঘনিষ্ঠজনদেরও এ বিষয়ে কথা বলতে বারণ করেছেন।’
তবে ভারতীয় সংবাদমাধ্যম মির্চি ডটকম এক প্রতিবেদনে দাবি করেছে— ফারাহ কাদেরের সঙ্গে নাজিমের প্রেমের সম্পর্ক নেই। বরং এটি গুজব। কারণ সংবাদমাধ্যমটির কাছে এই সম্পর্কের কথা অস্বীকার করেছেন এই নায়িকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।