স্পোর্টস ডেস্ক : মাঠে বসে বিপিএলের ম্যাচ দেখতে হলে এবার সর্বনিম্ন ২০০ টাকা খরচ করতে হবে একজন দর্শককে। অর্থাৎ পূর্ব গ্যালারির টিকিটের দাম হলো এটি। পরিবার নিয়ে স্টেডিয়ামে খেলা দেখার শখ মেটাতে হলে একটু ভালো গ্যালারির জন্য অনেক টাকা খরচ করতে হবে ক্রিকেটানুরাগীদের। সাউদার্ন ও নর্দান স্ট্যান্ডের টিকিট বিক্রি করবে ৪০০ টাকা করে।
ক্লাব হাউসের মূল্য নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা। ভিআইপি স্ট্যান্ড ১ হাজার ৫০০ আর গ্র্যান্ড স্ট্যান্ডে খেলা দেখতে হলে আড়াই হাজার টাকা খরচ করতে হবে।
মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম ও শেরেবাংলা স্টেডিয়ামের টিকিট কাউন্টার থেকে টিকিট কেনা যাবে আজ থেকে। এদিকে ম্যাচের সময়ে সামান্য পরিবর্তন এনেছে বিপিএল গভর্নিং কাউন্সিল।
শুক্রবার প্রথম ম্যাচ শুরু দুপুর ২টায়, দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ৭টায়। বাকি ছয় দিন দিনের দেড়টায় প্রথম আর সাড়ে ৪টায় দ্বিতীয় ম্যাচ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।