দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া রূপ ও সৌন্দার্য অনন্য। পর্দায় চরিত্রকে জীবন্ত করে তুলতে জুড়ি মেলা ভার। ‘আজ কি রাত’ গানে নাচের পরে গগনচুম্বী জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী। প্রেমে ও বিচ্ছদের কথা অনুরাগীদের কাছে কখনও গোপন রাখেননি। যে কোনো বিষয়ে খোলামেলা কথা বলতেই ভালবাসেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে, যৌনতাকে জীবনের এক অবিচ্ছেদ্য অংশ এবং সবচেয়ে পবিত্র বিষয় হিসেবে উল্লেখ করেন তামান্না। ওই সাক্ষাৎকারে যৌনতা নিয়ে সমাজে প্রচলিত দৃষ্টিভঙ্গির তীব্র সমালোচনা করেছেন।
অভিনেত্রীর কথায়, ‘পৃথিবীর সবচেয়ে পবিত্র বিষয়কেই নোংরা দৃষ্টিতে দেখা হয়। যখন কিছু মানুষ আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে না, তখন তারা আপনাকে লজ্জিত ও দোষী অনুভব করানোর চেষ্টা করে। তারা চায়, আপনি যেন আপনার নিজের কাজের জন্য লজ্জিত হন।’
এবার সন্ন্যাসিনী বেশে দক্ষিণী তারকা তামান্না ভাটিয়া! পর্দায় আবেদনময়ী চরিত্রে সাবলীল তমন্না। তিনি মনে করেন, মানুষের মধ্যে যৌনতাকে লজ্জাজনক বা দোষের বিষয় হিসেবে দেখার প্রবণতা রয়েছে।
এই ধরনের মানসিকতাকে বড় ভুল। অভিনেত্রী বলেন, ‘যে মুহূর্তে কেউ আপনাকে লজ্জিত অনুভব করাতে সক্ষম হবে, সেই মুহূর্তেই আপনি তাঁর নিয়ন্ত্রণে চলে আসবেন।’
সবশেষে তিনি বলেন, ‘আমরা সবচেয়ে পবিত্র বিষয় নিয়ে লজ্জিত বোধ করি। কারণ, আমাদের এভাবেই ভাবতে শেখানো হয়েছে। আমরা ভাবতে থাকি, কী খারাপ কাজটাই না আমরা করে ফেললাম কিন্তু এটি তো জীবনেরই অংশ। এর জন্যই তো আজ আমাদের অস্তিত্ব রয়েছে এই দুনিয়ায়।’
অভিনেত্রীর এই মন্তব্যকে ঘিরে সরগরম নেটদুনিয়া। এর আগে গত সপ্তাহে ভারতীয় ক্রিকেটার বিজয় ভার্মার সঙ্গে দীর্ঘ দুই বছর সম্পর্ক নিয়ে মুখ খোলেন অভিনেত্রী। এ আলোচনার রেশ কাটতে না কাটতে নতুন আলোচনার জন্ম দিলেন তামান্না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।