বিনোদন ডেস্ক : রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে আগুনে এক সাংবাদিক নিহত হয়েছেন। তার নাম অভিশ্রুতি শাস্ত্রী। অনলাইন পত্রিকা দ্য রিপোর্টে কর্মরত ছিলেন তিনি।
শুক্রবার (১ মার্চ) তার বার্তা টোয়েন্টিফোরে যোগ দেওয়ার কথা ছিল। শ্রুতি নির্বাচন বিট করতেন। তিনি ২০১৫ সালে এসএসসি ও ২০১৭ সালে এইচএসসি পাস করেন। তার গ্রামের বাড়ি কুষ্টিয়ায়। পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
দ্য রিপোর্ট ডট লাইভের চিফ রিপোর্টার গোলাম রাব্বানি শুক্রবার (১ মার্চ) অভিশ্রুতির মৃত্যুর বিষয়টি জানিয়ে গণমাধ্যমকে বলেন, সে (অভিশ্রুতি) গত জানুয়ারি পর্যন্ত দ্য রিপোর্টের মাল্টিমিডিয়া রিপোর্টার ছিলেন। জানুয়ারিতে সে চাকরি ছেড়ে দেন। চাকরিরত অবস্থায় অভিশ্রুতি নির্বাচন কমিশন বিট করতেন। তিনি ইডেন মহিলা কলেজে স্নাতক পরীক্ষা দিয়েছেন। ঢাকার মৌচাকের সিআইডি অফিসের বিপরীতে একটি মেসে থাকতেন তিনি।
বৃহস্পতিবার রাতে রাজধানীর বেইলি রোডে অবস্থিত বহুতল ভবনে আগুন লাগে। এতে অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।