বিনোদন ডেস্ক : সাংবাদিকতা বিভাগে ভর্তি হয়ে বিশ্ববিদ্যালয় জীবনে প্রবেশ করলেন প্রার্থনা ফারদিন দীঘি। শিশুশিল্পী হিসেবে পথচলা শুরু হলেও ইতোমধ্যে পুরোদস্তুর নায়িকা তিনি। অভিনয় করেছেন বেশ কিছু সিনেমায়। পাশাপাশি চলছে পড়াশোনাও।
গত বুধবার ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) মিডিয়া স্টাডিজ ও জার্নালিজম বিভাগে ভর্তি হন দীঘি। এ বিষয়ে জানতে চাইলে তিনি আমাদের সময়কে বলেন, ‘ফিল্ম অ্যান্ড মিডিয়া সম্পর্কে আরও বেশি জানতে চাই। এ কারণেই সাংবাদিকতা বিভাগে ভর্তি হয়েছি। যত বেশি জানতে পারব, ততবেশি উন্নতি করতে পারব।’
দীঘি আরও বলেন, ‘বাবাকে বলেছি সাংবাদিকতা নিয়ে পড়ার আগ্রহ রয়েছে। তিনি বরাবরের মতো আমার মতামতকে প্রাধান্য দিয়েছেন। আমি যেমন খুশি, বাবাও তেমন খুশি হয়েছেন।’
হরিয়ানভী গানে তুমুল ড্যান্স দিয়ে ঝড় তুললেন স্বপ্না চৌধুরী, ভাইরাল ভিডিও
এ বছর রাজধানীর স্ট্যামফোর্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন দীঘি। পরীক্ষায় জিপিএ ৩.৭৫ পেয়েছিলেন তিনি। এর আগে দীঘি ২০১৯ সালে স্ট্যামফোর্ড স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৩.৬১ পেয়েছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।